২ সমন্বয়ক অবরুদ্ধ, আনসারদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ
- Update Time : ১০:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / 33
জাননাহ, ঢাবি প্রতিনিধি
রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ককে আনসারদের হাত থেকে ছাড়িয়ে আনতে গেলে এ ঘটনা ঘটে।
রোববার (২৫ আগষ্ট) রাত প্রায় সাড়ে ৯টার দিকে সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে অবরুদ্ধ রাখার খবরে সচিবালয়ের উদ্দেশে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও পিছু হটে।
এ সময় শিক্ষার্থীদের ‘হাসিনার দালালেরা-হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের দালালেরা-হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেন।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম তাদের ফেসবুক পোস্টে অবরুদ্ধ রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে। পরে রাত ৯ টায় তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে।