ঢাবির প্রক্টর, সহকারী প্রক্টর মিলে ১৪ জনের পদত্যাগ
- Update Time : ১০:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
- / 28
জাননাহ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রক্টরের দায়িত্ব পালন করা ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো.মাকসুদূর রহমান সহ প্রক্টরিয়াল বডির আরও ১৩ জন সহকারী প্রক্টর উপাচার্য বরাবর তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন সদ্য পদত্যাগী প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান।
পদত্যাগপত্রে স্বাক্ষর করা শিক্ষকরা হলেন ঢাবির প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান, সহকারী প্রক্টর বিজ্ঞান অনুষদের শিক্ষক লিটন কুমার সাহা, চারুকলা অনুষদের শিক্ষক নাজির হোসেন খান ও সীমা ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শিক্ষক মো. মাহবুবুল রহমান, ফার্মেসি অনুষদের শিক্ষক আব্দুল মুহিত, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের শিক্ষক এম এল পলাশ, ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক সউদ আহমেদ।
এছাড়াও কলা অনুষদের শিক্ষক সঞ্চিতা গুহ, জীববিজ্ঞান অনুষদের শিক্ষক হাসান ফারুক, সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক মোহাম্মদ বদরুল হাসান, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ মাইনউদ্দিন মোল্লা, আর্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়ন্সেস অনুষদের শিক্ষক মোস্তাফিজুর রহমান ও কলা অনুষদের শিক্ষক মোহাম্মদ ইমাউল হক সরকারও রয়েছেন পদত্যাগীদের দলে।
এ বিষয়ে সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, দেশের এ পরিস্থিতিতে কাজ করা সম্ভব নয়। আমরা গতকাল উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। আজ প্রক্রিয়া শেষ হয়েছে। আমি ও আমার ১৩ জন সহকর্মী পদত্যাগ করেছি।