আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ
- Update Time : ০৫:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
- / 50
শাহিন রাজা, ইবি প্রতিনিধি:
কোটা সংস্কারের এক দফা দাবি ও বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে ছাত্র সমাবেশে মিলিত হয়। এসময় কোটা সংস্কারে দাবিসহ প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা শুরু থেকেই কোটা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে সুষ্ঠুভাবে আন্দোলন করে আসছে। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা একটা সুষ্ঠু সমাধান চাই।
এদিকে আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফারহা তানজিম তিতিল বলেন, শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানাই। তোমাদের ভয় পেলে হবে না, দ্বিধা করার কিছু নেই। যত বেশি ভয় পাবে তত সংকট তৈরি হবে। ফাঁদে যেন পা না দাও সে বিষয়ে খেয়াল রাখতে হবে।