বৃষ্টি উপেক্ষা করে ইবি শিক্ষার্থীদের কোটা আন্দোলন, মহাসড়ক অবরোধ

  • Update Time : ০৩:২৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • / 81

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:
কোটা সংস্কারের দাবিতে ফের মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। অবরোধ চলাকালে মুষলধারে বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে অবরোধ চালিয়ে যান। অবরোধের ফলে সড়কের উভয়পার্শ্বে যান চলাচল বন্ধ হয়ে পড়লে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় আধা ঘন্টা পর সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।

এর আগে শিক্ষার্থীরা সকাল ১১ টায় বটতলা প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করেন। তারা ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক দিয়ে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে আবারো প্রধান ফটকে এসে মহাসড়ক অবরোধ করেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য দূর করার জন্যই সাধারণ ছাত্রসমাজ জেগে উঠেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’

এদিকে, কোটা পদ্ধতি সংস্কারের দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা।

Tag :

Please Share This Post in Your Social Media


বৃষ্টি উপেক্ষা করে ইবি শিক্ষার্থীদের কোটা আন্দোলন, মহাসড়ক অবরোধ

Update Time : ০৩:২৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:
কোটা সংস্কারের দাবিতে ফের মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। অবরোধ চলাকালে মুষলধারে বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে অবরোধ চালিয়ে যান। অবরোধের ফলে সড়কের উভয়পার্শ্বে যান চলাচল বন্ধ হয়ে পড়লে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় আধা ঘন্টা পর সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।

এর আগে শিক্ষার্থীরা সকাল ১১ টায় বটতলা প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করেন। তারা ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক দিয়ে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে আবারো প্রধান ফটকে এসে মহাসড়ক অবরোধ করেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য দূর করার জন্যই সাধারণ ছাত্রসমাজ জেগে উঠেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’

এদিকে, কোটা পদ্ধতি সংস্কারের দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা।