ঢাবির রোকেয়া হলে বৃক্ষরোপন, ওয়ার্কশপ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : ১০:৪২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • / 73

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে রোকেয়া হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন, ওয়ার্কশপ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সকাল ১০টায় হল প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।

বুধবার (৫ জুন) রোকেয়া হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ নিলুফার পারভীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোকেয়া হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের কনভেনর এবং রোকেয়া হলের আবাসিক শিক্ষিকা সামশাদ নওরীন, দীপা সরকার, এবং ইসরাত জাহান ইয়ামুন।

রোকেয়া হল পরিবেশ ক্লাবের প্রেসিডেন্ট প্রত্যাশা বাহার ঊর্মি এবং সেক্রেটারি বৈশাখী চক্রবর্তীর নেতৃত্বে ক্লাবের অন্যান্য সদস্য ও হলের কর্মকর্তা-কর্মচারীরাও এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই উদযাপনটি আয়োজন করা হয়।

র‍্যালির পর দুপুরের মধ্যাহ্ন বিরতির পর সন্ধ্যা ৭ টায় কুইজ প্রতিযোগিতা ও ওয়ার্কশপের আয়োজন করা হয়। এখানে বক্তব্য রাখেন রোকেয়া হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের কনভেনর সামশাদ নওরীন ও দীপা সরকার। আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সোসাইটির সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ এবং জসীম উদ্দিন হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের প্রেসিডেন্ট আরিফুর হাসান আরিফ।

ওয়ার্কশপ শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়, যা ক্লাবের সদস্যদের মধ্যে উদ্দীপনা ও আগ্রহ বৃদ্ধি করে। এই সকল আয়োজনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বড় একটি পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোকেয়া হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের সভাপতি প্রত্যাশা বাহার ঊর্মি ও সেক্রেটারি বৈশাখী চক্রবর্তী বলেন, “তীব্র দাবদাহ আমাদের আবারও শিখিয়ে দিল—বৈশ্বিক উষ্ণায়ন ও ক্রমাগত জলবায়ু পরিবর্তনের এই ক্রান্তিকালীন সময়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা কখনোই ফুরোবার নয়। এই উদ্যোগের মাধ্যমে আমরা পরিবেশ সংরক্ষণের দিকে আরেকটি ধাপ এগিয়ে গেলাম।”

উল্লেখ্য, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল মহোদয়ের নির্দেশে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ ও প্রশিক্ষিত করে তোলার লক্ষ্যে প্রতিটি হলেই একটি করে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। ক্লাবগুলোর কর্মকাণ্ডের অংশ হিসেবে পর্যায়ক্রমে শিক্ষার্থীদেরকে ভূমিকম্প কিংবা অগ্নিকাণ্ড সংশ্লিষ্ট দুর্ঘটনা মোকাবিলায় প্রশিক্ষণ প্রদানসহ নানা প্রকার দুর্যোগের বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবির রোকেয়া হলে বৃক্ষরোপন, ওয়ার্কশপ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ১০:৪২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে রোকেয়া হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন, ওয়ার্কশপ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সকাল ১০টায় হল প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।

বুধবার (৫ জুন) রোকেয়া হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ নিলুফার পারভীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোকেয়া হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের কনভেনর এবং রোকেয়া হলের আবাসিক শিক্ষিকা সামশাদ নওরীন, দীপা সরকার, এবং ইসরাত জাহান ইয়ামুন।

রোকেয়া হল পরিবেশ ক্লাবের প্রেসিডেন্ট প্রত্যাশা বাহার ঊর্মি এবং সেক্রেটারি বৈশাখী চক্রবর্তীর নেতৃত্বে ক্লাবের অন্যান্য সদস্য ও হলের কর্মকর্তা-কর্মচারীরাও এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই উদযাপনটি আয়োজন করা হয়।

র‍্যালির পর দুপুরের মধ্যাহ্ন বিরতির পর সন্ধ্যা ৭ টায় কুইজ প্রতিযোগিতা ও ওয়ার্কশপের আয়োজন করা হয়। এখানে বক্তব্য রাখেন রোকেয়া হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের কনভেনর সামশাদ নওরীন ও দীপা সরকার। আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সোসাইটির সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ এবং জসীম উদ্দিন হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের প্রেসিডেন্ট আরিফুর হাসান আরিফ।

ওয়ার্কশপ শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়, যা ক্লাবের সদস্যদের মধ্যে উদ্দীপনা ও আগ্রহ বৃদ্ধি করে। এই সকল আয়োজনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বড় একটি পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোকেয়া হল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের সভাপতি প্রত্যাশা বাহার ঊর্মি ও সেক্রেটারি বৈশাখী চক্রবর্তী বলেন, “তীব্র দাবদাহ আমাদের আবারও শিখিয়ে দিল—বৈশ্বিক উষ্ণায়ন ও ক্রমাগত জলবায়ু পরিবর্তনের এই ক্রান্তিকালীন সময়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা কখনোই ফুরোবার নয়। এই উদ্যোগের মাধ্যমে আমরা পরিবেশ সংরক্ষণের দিকে আরেকটি ধাপ এগিয়ে গেলাম।”

উল্লেখ্য, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল মহোদয়ের নির্দেশে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ ও প্রশিক্ষিত করে তোলার লক্ষ্যে প্রতিটি হলেই একটি করে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। ক্লাবগুলোর কর্মকাণ্ডের অংশ হিসেবে পর্যায়ক্রমে শিক্ষার্থীদেরকে ভূমিকম্প কিংবা অগ্নিকাণ্ড সংশ্লিষ্ট দুর্ঘটনা মোকাবিলায় প্রশিক্ষণ প্রদানসহ নানা প্রকার দুর্যোগের বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে।