বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ইবি প্রেস ক্লাবের ভূমিকা অনেক: সাজু
- Update Time : ০৭:১১:১১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / 64
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ ড. শাহজাহান আলম সাজু বলেন, যখন আমি এখানে(ইবি প্রেস কর্ণার) আসি মনে হয় আমার ঘরে এসেছি। আজকের বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও আধুকায়নের পিছনে ইবি প্রেস ক্লাবের অনেক ভূমিকা আছে। এই প্রেস ক্লাব আমাকে অনেক কিছুই দিয়েছে। এছাড়াও এসময় তিনি স্মৃতিচারণ করে বলেন, আমাদের সময়ে সাংবাদিকতা অনেক কঠিন ছিলো। তারপরেও সেসময় দূর্নীতির বিরুদ্ধে আমার ধারাবাহিক অনুসন্ধানী সংবাদ প্রকাশ হয়। অতএব এখানে দায়িত্বরত সকল সাংবাদিকদের সবসময় অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকতে হবে। তাহলে প্রেস ক্লাবের স্বকীয়তা বজায় থাকবে।
গত শনিবার (১৮ মে) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অবস্থিত প্রেস কর্ণারে প্রেস ক্লাবের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাবের বর্তমান সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ ও সাধারন সম্পাদক আজাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন, দপ্তর সম্পাদক নাজমুল হুসাইন , কোষাধ্যক্ষ আবির হোসেন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলমসহ ক্লাবে কর্মরত অন্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কোষাধ্যক্ষ এডভোকেট নুরুল হুদা আনসারী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কানন আজিজ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল।
এর আগে এদিন বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ইবি কর্মকর্তা সমিতির সভাপতি দেওয়ান টিপু সুলতানের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুটের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাটর্নি জেনারেল এ. এম আমিন উদ্দিন। এ সময় সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ মনজুরুল হক ও কোষাধ্যক্ষ মোহাম্মদ নূরুল হুদা আনছারী।
এ ছাড়া সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ ড. শাহজাহান আলম শাজু। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাড. কে এম মাসুদ রুমী ও এ্যাড. বি এম আব্দুর রওফেল। অনুষ্ঠানে স্বারক বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ও স্বাগত বক্তব্য প্রদান করেন উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এ.টি.এম এমদাদুল আলম।