কক্সবাজারে মহিলার চেয়ে পুরুষ ভোটার বেশি
- Update Time : ০৬:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / 171
অন্তর দে বিশাল,কক্সবাজার :-
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলায় মহিলা ভোটারের চেয়ে বেশি পুরুষ ভোটার।
জেলার ৪টি আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৬ লক্ষ ৫০ হাজার ৯৬০ জন। যারমধ্যেই পুরুষ ভোটার রয়েছে ৮ লক্ষ, ৭৩ হাজার ৪শ, ৮০ ভোট অন্য দিকে মহিলা ভোটার রয়েছে ৭ লক্ষ, ৭৭ হাজার, ৪শ ৭৮ জন মহিলা ভোটার রয়েছে এইবারের নির্বাচনে।
মহিলা ভোটের চেয়ে প্রায় ৯৬ হাজার ৬ ভোট বেশি রয়েছে পুরুষের। হিজড়া রয়েছে মাত্র ২ জন। জেলার টেকনাফ ছাড়া আর কোন উপজেলায় হিজড়া ভোটার নাই। কক্সবাজার জেলা নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্রে জানা যায়, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট পুরুষ ভোটার ২ লক্ষ ৬০ হাজার ৪৮৮ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ২৫ হাজার ৭৬৪ জন।
যারমধ্যেই পুরুষের প্রায় ৩৪ হাজার, ৭শ, ২৪ ভোট বেশি রয়েছে।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মোট পুরুষ ভোটার ১ লক্ষ ৮৫ হাজার ২৫৪ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৬২ হাজার ৮৭৩ জন। পুরুষের প্রায় ২২ হাজার, ৩শ, ৮১টি ভোট বেশি রয়েছে।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁহ) আসনে মোট পুরুষ ভোটার ২ লক্ষ ৬০ হাজার ৫৯৭ জন এবং মহিলা
ভোটার ২ লক্ষ ২৯ হাজার ১৩ জন। পুরুষের প্রায় ৩৩ হাজার, ৫শ, ৮৪টি ভোট বেশি রয়েছে।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মোট পুরুষ ভোটার ১ লক্ষ ৬৭ হাজার ১৪১ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫৯ হাজার ৮২৮ জন। এখানে পুরুষের প্রায় ৭ হাজার, ৩শ, ১৩ টি ভোট বেশি রয়েছে। হিজড়া ভোটার মাত্র ২ জন।
জেলায় সবচেয়ে বেশি ভোটার রয়েছে কক্সবাজার -৩( সদর -রামু- ঈদগাহ) আসনে ৪ লক্ষ ৮৯ হাজার ৬১০ জন। সবচেয়ে নিম্ন ভোটার রয়েছে কক্সবাজার -৪ (উখিয়া- টেকনাফ) আসনে ৩ লক্ষ, ২৬ হাজার, ৯৭১ জন। কক্সবাজার -১ ( চকরিয়া -পেকুয়া) আসনে ভোটার রয়েছে ৪ লক্ষ, ৮৬ হাজার, ২৫২ জন। কক্সবাজার -২ ( মহেশখালী – কুতুবদিয়া) আসনে ভোটার রয়েছে ৩ লক্ষ, ৪৮ হাজার, ১২৭ জন।