কুবিতে কক্সবাজার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায়
- Update Time : ০৭:৫২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / 173
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কক্সবাজার স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কক্সবাজার স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বকর সিদ্দিক ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক ফৌজিয়া নাসরিন সুলতানা ও কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র পুলিশ সুপার এ কে এম এমরানুল হক মারুফ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কোন সহজ কাজ নয়। তোমরা সেই কঠিন কাজ সম্পন্ন করেছো এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো সেকারণে আমি তোমাদের অভিনন্দন জানাই। আমরা চাই তোমরা নিজেদের এমনভাবে তৈরি কর যাতে কর্মক্ষেত্রে তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে তুলে ধরতে পারো। এমন কোনো কাজ করবেনা যাতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়।
বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃষ্টির জায়গা। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করতে হয়। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হচ্ছে ক্রিটিক্যাল থিংকিং। আমরা এইখানে এসে শুধু এপ্লাই করি। আমাদের তিনটা লেভেলের কথা মাথায় রাখতে হবে। লোকাল, ন্যাশনাল ও গ্লোবাল। এই তিন লেভেলেই আমাদের দক্ষতা বাড়াতে হবে। এইভাবে চলবে আমরা সফলতার দ্বারপ্রান্তে যেতে পারবো। অন্যথায় আমরা হেরে যাবো। শুরু থেকেই নিজের ভিত্তি শক্ত করতে হবে। কারণ তথ্য প্রযুক্তির এই যুগে প্রতিযোগিতায় ঠিকে থাকা অনেক কঠিন। সাইকোলজি বুঝলে আমরা সহজেই উন্নতি করতে পারবো। এইজন্য আমাদের দায়িত্বশীল হতে হবে।