মতলব দক্ষিণে ৩৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে
- Update Time : ০৬:১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / 163
মতলব প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে সামনে রেখে প্রতিটি মন্দিরেই চলছে প্রতিমা তৈরির কাজ। কুমাররা পার করছে ব্যস্ত সময়। এ বছর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে ৩৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে মহালয়া। দেবী স্বর্গলোক থেকে মর্তলোকে আগমন করবেন। ২০ অক্টোবর মহাবিল্ল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হবে। ২৪ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে ৫ দিনব্যাপী দুর্গোৎসব সমাপ্ত হবে। পূজামন্ডপগুলো হচ্ছেÑ মতলব শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, কলাদী হারাধন ঠাকুরের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, কলাদী হরিসভা দুর্গা পূজা মন্দির, কলাদী ঘোষপাড়া দুর্গা পূজা মন্দির, কলাদী চন্দন সাহার বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, বাইশপুর দাসপাড়া মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, ধনারপাড় গোলদার বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, ধনারপাড় জীবনগোলদারের বাড়ি মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, নলুয়া মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, বোয়ালিয়া হরিসভা সার্বজনীন দূর্গাপূজা, বোয়ালিয়া বাজার মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, বোয়ালিয়া পিন্টু সাহার বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, নায়েরগাঁও বিনয় মেম্বারের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, তাতখানা পালবাড়ী দুর্গা পূজা সার্বজনীন দুর্গা পূজা মন্দির , মাছুয়াখাল সাহা বাড়ী দুর্গা পূজা মন্দির, নারায়ণপুর কালিবাড়ি মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, নারায়ণপুর চৌধুরী বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, কাশিমপুর মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, নারায়ণপুর সুধা ঠাকুরের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, বরদিয়া কেদারেশ্বর বাড়ির সার্বজনীন দূর্গাপূজা, চারটভাঙ্গা শ্যামদাসের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, চারটভাঙ্গা রতন দাসের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা। মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক চন্দন সাহা জানান, এ বছর মতলব দক্ষিণ উপজেলায় ৩৬ পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজায় সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি।