মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতার মতবিনিময় সভায় হামলা, আহত ১০

  • Update Time : ০৭:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / 115

মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের মতবিনিময় সভায় হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এ সভার আয়োজন করেছিলেন গিয়াস উদ্দিন।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মিরসরাইয়ের সদর ইউনিয়নের নূরজাহান ক্লাবে এ হামলার ঘটনা ঘটে।গিয়াস উদ্দিন বলেন ,আগামী ৬ অক্টোবর বারৈয়ারহাটে কেন্দ্রঘোষিত সমাবেশ আছে। সেটা সফল করতে কয়েকশ নেতাকর্মী নিয়ে কমিউনিটি সেন্টারের ভেতর আমরা সভা করছিলাম। এই সময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা ও সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদারের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করে। হামলায় দশজনের মত আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে এখন চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হচ্ছে।আহতরা হলেন- হৃদয়, পলাশ, সাইফুল, সরওয়ার, নুরুল বাকী, সবুজ, কামরুল, সেলিম, রহিম উল্লাহ, রনি। তারা সবাই গিয়াস উদ্দিনের অনুসারী।মিরসরাইয়ের স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর জৈষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ গিয়াস উদ্দিনের।তবে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম বলেন, ‘তারা প্রথমে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এরপর আমরা পাল্টা হামলা করেছি।তবে তাদের কোন নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে এবং এতে কারা আহত হয়েছে জানতে চাইলে কোনো উত্তর দিতে পারেননি মাসুদ করিম রানা। তিনি পরে আহতদের নাম জানাবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অন্যদিকে শামসুল আলম দিদারকে কল করা হলেও তিনি সাড়া দেননি।মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম খান বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা দুই পক্ষকে শান্ত করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Tag :

Please Share This Post in Your Social Media


মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতার মতবিনিময় সভায় হামলা, আহত ১০

Update Time : ০৭:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের মতবিনিময় সভায় হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এ সভার আয়োজন করেছিলেন গিয়াস উদ্দিন।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মিরসরাইয়ের সদর ইউনিয়নের নূরজাহান ক্লাবে এ হামলার ঘটনা ঘটে।গিয়াস উদ্দিন বলেন ,আগামী ৬ অক্টোবর বারৈয়ারহাটে কেন্দ্রঘোষিত সমাবেশ আছে। সেটা সফল করতে কয়েকশ নেতাকর্মী নিয়ে কমিউনিটি সেন্টারের ভেতর আমরা সভা করছিলাম। এই সময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা ও সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদারের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করে। হামলায় দশজনের মত আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে এখন চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হচ্ছে।আহতরা হলেন- হৃদয়, পলাশ, সাইফুল, সরওয়ার, নুরুল বাকী, সবুজ, কামরুল, সেলিম, রহিম উল্লাহ, রনি। তারা সবাই গিয়াস উদ্দিনের অনুসারী।মিরসরাইয়ের স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর জৈষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ গিয়াস উদ্দিনের।তবে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম বলেন, ‘তারা প্রথমে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এরপর আমরা পাল্টা হামলা করেছি।তবে তাদের কোন নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে এবং এতে কারা আহত হয়েছে জানতে চাইলে কোনো উত্তর দিতে পারেননি মাসুদ করিম রানা। তিনি পরে আহতদের নাম জানাবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অন্যদিকে শামসুল আলম দিদারকে কল করা হলেও তিনি সাড়া দেননি।মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম খান বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা দুই পক্ষকে শান্ত করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।