পর্যটকদের আকৃষ্ট করতে বর্ণিল সাজে পর্যটন রাজধানী

  • Update Time : ০২:২৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / 262

অন্তর দে বিশাল, কক্সবাজার :

বিশ্ব পর্যটন দিবস ঘিরে বর্ণিল সেজেছে দেশের পর্যটন রাজধানী কক্সবাজার। পর্যটকদের আকৃষ্ট করতে বসছে পর্যটন মেলা ও বিচ কার্নিভাল।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভালের আয়োজন করতে যাচ্ছে কক্সবাজারের জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এই বছরও আয়োজন করা হচ্ছে এই মেলা। তবে অন্যান্য বারের তুলনায় এই বার বৃহত্তর পরিসরে ও বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে মেলা। এই উপলক্ষে কক্সবাজারের হোটেল-মোটেল, গেস্ট হাউস থেকে শুরু করে খাবার ,বাস ভাড়াসহ অন্যান্য খাতে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সমুদ্র সৈকতের লাবনী বিচ এলাকায় রংবেরঙের শতাধিক ছাতার দিয়ে সাজানো হয়েছে মেলার চলাচলের পথ থেকে শুরু করে এর চারপাশ। এমন দৃশ্য দেখলে মনে হবে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সেজেছে রংবেরঙের প্রতিটি ছাতা।

নারায়ণগঞ্জ থেকে সৈকতে বেড়াতে আসা সানজিদা ও রাজিব দম্পতি জানান, পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে এর আগেও একবার আসা হয়েছে। কিন্তু এমন আয়োজন চোখে পড়েনি।
দেশি-বিদেশি পর্যটকদের আর্কষন করতে আয়েজন দেখে ভালোই লাগছে। আগে থেকে জানলে কিছুদিন পর আসতে এমন আয়োজন উপভোগ করার জন্য। তবে রাতে বেড়াতে ভালো লাগছে এখানে।

গাজীপুর থেকে আসা সুকান্ত বিশ্বাস জানান, বিশ্ব পযর্টন দিবস ঘিরে এমন আয়োজন মুগ্ধকর বলা যায়। মেলায় সাজ দেখে বুঝাচ্ছে ভিন্ন কিছু আয়োজনে ও দেশি-বিদেশি পর্যটকদের দেখাতে প্রস্তুত রয়েছে কক্সবাজার। দুইদিনের ছুটি নিয়ে পরিবার নিয়ে আসছি এখান মেলার এই অপরুপ দৃশ্য দেখে পরিবার চলে গেলেও আমি আরো দুইদিন ঘুরে বাড়ানোর সীদ্ধান্ত নিয়েছি।

পর্যটন মেলার আয়োজক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, প্রতিবছর পর্যটন মেলার আয়োজন করা হলেও গত বারের তুলনায় এবারের আয়োজন হবে ভিন্ন এবং বৃহত্তর পরিসরে । থাকবে দুই শতাধিক নানা ধরনের স্টল। পাশাপাশি নতুনভাবে এবার যোগ হচ্ছে বিচ ম্যারাথন।

বিনোদনে নতুন মাত্রা হিসাবে এবারের মেলায় রাখা হচ্ছে বিনামূল্যে সার্কাস প্রদর্শনী, বিচ বাইক র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে শো, আতশবাজি, রোড শো, সেমিনার, ঘুড়ি উৎসব, ম্যাজিক শো, ফায়ার স্পিন, লাইফ গার্ড রেসকিউ প্রদর্শনী, ফানুস উৎসব, সার্ফিং প্রদর্শনী, বিচ ম্যারাথন, বিচ ভলিবল, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান এবং কনসার্ট।

২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় সমুদ্র সৈকতের লাবণী বিচে পর্যটন মেলা ও বিচ কার্নিভালের শুভ উদ্বোধন। এরপরই বর্ণাঢ্য র‌্যালী, বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


পর্যটকদের আকৃষ্ট করতে বর্ণিল সাজে পর্যটন রাজধানী

Update Time : ০২:২৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

অন্তর দে বিশাল, কক্সবাজার :

বিশ্ব পর্যটন দিবস ঘিরে বর্ণিল সেজেছে দেশের পর্যটন রাজধানী কক্সবাজার। পর্যটকদের আকৃষ্ট করতে বসছে পর্যটন মেলা ও বিচ কার্নিভাল।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভালের আয়োজন করতে যাচ্ছে কক্সবাজারের জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এই বছরও আয়োজন করা হচ্ছে এই মেলা। তবে অন্যান্য বারের তুলনায় এই বার বৃহত্তর পরিসরে ও বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে মেলা। এই উপলক্ষে কক্সবাজারের হোটেল-মোটেল, গেস্ট হাউস থেকে শুরু করে খাবার ,বাস ভাড়াসহ অন্যান্য খাতে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সমুদ্র সৈকতের লাবনী বিচ এলাকায় রংবেরঙের শতাধিক ছাতার দিয়ে সাজানো হয়েছে মেলার চলাচলের পথ থেকে শুরু করে এর চারপাশ। এমন দৃশ্য দেখলে মনে হবে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সেজেছে রংবেরঙের প্রতিটি ছাতা।

নারায়ণগঞ্জ থেকে সৈকতে বেড়াতে আসা সানজিদা ও রাজিব দম্পতি জানান, পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে এর আগেও একবার আসা হয়েছে। কিন্তু এমন আয়োজন চোখে পড়েনি।
দেশি-বিদেশি পর্যটকদের আর্কষন করতে আয়েজন দেখে ভালোই লাগছে। আগে থেকে জানলে কিছুদিন পর আসতে এমন আয়োজন উপভোগ করার জন্য। তবে রাতে বেড়াতে ভালো লাগছে এখানে।

গাজীপুর থেকে আসা সুকান্ত বিশ্বাস জানান, বিশ্ব পযর্টন দিবস ঘিরে এমন আয়োজন মুগ্ধকর বলা যায়। মেলায় সাজ দেখে বুঝাচ্ছে ভিন্ন কিছু আয়োজনে ও দেশি-বিদেশি পর্যটকদের দেখাতে প্রস্তুত রয়েছে কক্সবাজার। দুইদিনের ছুটি নিয়ে পরিবার নিয়ে আসছি এখান মেলার এই অপরুপ দৃশ্য দেখে পরিবার চলে গেলেও আমি আরো দুইদিন ঘুরে বাড়ানোর সীদ্ধান্ত নিয়েছি।

পর্যটন মেলার আয়োজক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, প্রতিবছর পর্যটন মেলার আয়োজন করা হলেও গত বারের তুলনায় এবারের আয়োজন হবে ভিন্ন এবং বৃহত্তর পরিসরে । থাকবে দুই শতাধিক নানা ধরনের স্টল। পাশাপাশি নতুনভাবে এবার যোগ হচ্ছে বিচ ম্যারাথন।

বিনোদনে নতুন মাত্রা হিসাবে এবারের মেলায় রাখা হচ্ছে বিনামূল্যে সার্কাস প্রদর্শনী, বিচ বাইক র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে শো, আতশবাজি, রোড শো, সেমিনার, ঘুড়ি উৎসব, ম্যাজিক শো, ফায়ার স্পিন, লাইফ গার্ড রেসকিউ প্রদর্শনী, ফানুস উৎসব, সার্ফিং প্রদর্শনী, বিচ ম্যারাথন, বিচ ভলিবল, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান এবং কনসার্ট।

২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় সমুদ্র সৈকতের লাবণী বিচে পর্যটন মেলা ও বিচ কার্নিভালের শুভ উদ্বোধন। এরপরই বর্ণাঢ্য র‌্যালী, বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হবে।