নওগাঁয় সমাজপতিদের রায়ে মাথা ন্যাড়া করে ঘোল ঢালার ঘটনায় ৩ জন আটক

  • Update Time : ০৫:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • / 443

পল্লব দাস, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:                                                                               
নওগাঁর বদলগাছীতে “সমাজপতিদের রায়ে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূকে শুদ্ধ” শিরোনামে সংবাদ প্রকাশের পর ওই গৃহবধুকে উদ্ধার করে শালিসে রায় দেওয়া ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ২ জন সমাজপতিসহ ১ নাপিতকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন, গয়েশপুর বাঁশপাড়া নামক গ্রামের শ্রী জাওনা পাহানের ছেলে শ্রী বিমল পাহান (৩৮), রমেশ পাহানের ছেলে শ্রী সুবাস পাহান (৪৫) ও ধামুইরহাট উপজেলার ইসবপুর ইউপির ইনসিরা গ্রামের মৃত সুবল এর ছেলে শ্রী ভবেস পাহান (৫২) ।

অভিযোগে জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়া নামক একটি গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর মাথা ন্যাড়া করে তাঁর মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা ঘটেছে। ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমাজপতিরা এ কাজটি করেন। সমাজপতি ২ সাথে চুল কাটার কাজ করায় নাপিত ও ফেঁসে যায়।

সোমবার (২৮শে আগষ্ট) সকাল ৯টার দিকে ওই গৃহবধুর বাড়ির আঙিনায় মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার এই ঘটনা ঘটে। বিপুলসংখ্যক উৎসুক লোকজন ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন।

ওই গৃহবধূর প্রতিবেশী নারীদের দাবি, পাশ্ববর্তী সোনারপাড়া গ্রামের এক মসলিম যুবকের সাথে এ  গৃহবধূর অনৈতিক সর্ম্পক ছিল বলে অভিযোগ ওঠে। এ কারণে গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। গৃহবধূর স্বামীর সম্মতিতে সমাজপতিরা এ কাজটি করেছেন।

খবর পেয়ে সোমবার দুপুরের পর ওই গৃহবধূর বাড়িতে গিয়ে দেখা গেছে, গৃহবধূ শাড়ীর আঁচল দিয়ে মাথা ঢেকে রেখেছেন। প্রতিবেশী নারীরা গৃহবধূকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না। ওই গৃহবধূ বলেন, আমি কারো সঙ্গে অনৈতিক সর্ম্পক করিনি। সমাজপতিরা আমার মাথা ন্যাড়া করে দিয়ে ঘোল ঢেলে দিয়েছেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, ঘটনাটি জানার পর বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ পাঠিয়ে ওই গৃহবধুকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর গৃহবধু বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।

মমলার পর শালিসে রায় দেওয়া দুই মাতব্বরসহ চুল কর্তনের ওই নাপিতকে আটক করা হয়েছে। মঙ্গলবার আসামিদের আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো  হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


নওগাঁয় সমাজপতিদের রায়ে মাথা ন্যাড়া করে ঘোল ঢালার ঘটনায় ৩ জন আটক

Update Time : ০৫:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

পল্লব দাস, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:                                                                               
নওগাঁর বদলগাছীতে “সমাজপতিদের রায়ে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূকে শুদ্ধ” শিরোনামে সংবাদ প্রকাশের পর ওই গৃহবধুকে উদ্ধার করে শালিসে রায় দেওয়া ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ২ জন সমাজপতিসহ ১ নাপিতকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন, গয়েশপুর বাঁশপাড়া নামক গ্রামের শ্রী জাওনা পাহানের ছেলে শ্রী বিমল পাহান (৩৮), রমেশ পাহানের ছেলে শ্রী সুবাস পাহান (৪৫) ও ধামুইরহাট উপজেলার ইসবপুর ইউপির ইনসিরা গ্রামের মৃত সুবল এর ছেলে শ্রী ভবেস পাহান (৫২) ।

অভিযোগে জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়া নামক একটি গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর মাথা ন্যাড়া করে তাঁর মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা ঘটেছে। ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমাজপতিরা এ কাজটি করেন। সমাজপতি ২ সাথে চুল কাটার কাজ করায় নাপিত ও ফেঁসে যায়।

সোমবার (২৮শে আগষ্ট) সকাল ৯টার দিকে ওই গৃহবধুর বাড়ির আঙিনায় মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার এই ঘটনা ঘটে। বিপুলসংখ্যক উৎসুক লোকজন ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন।

ওই গৃহবধূর প্রতিবেশী নারীদের দাবি, পাশ্ববর্তী সোনারপাড়া গ্রামের এক মসলিম যুবকের সাথে এ  গৃহবধূর অনৈতিক সর্ম্পক ছিল বলে অভিযোগ ওঠে। এ কারণে গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। গৃহবধূর স্বামীর সম্মতিতে সমাজপতিরা এ কাজটি করেছেন।

খবর পেয়ে সোমবার দুপুরের পর ওই গৃহবধূর বাড়িতে গিয়ে দেখা গেছে, গৃহবধূ শাড়ীর আঁচল দিয়ে মাথা ঢেকে রেখেছেন। প্রতিবেশী নারীরা গৃহবধূকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না। ওই গৃহবধূ বলেন, আমি কারো সঙ্গে অনৈতিক সর্ম্পক করিনি। সমাজপতিরা আমার মাথা ন্যাড়া করে দিয়ে ঘোল ঢেলে দিয়েছেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, ঘটনাটি জানার পর বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ পাঠিয়ে ওই গৃহবধুকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর গৃহবধু বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।

মমলার পর শালিসে রায় দেওয়া দুই মাতব্বরসহ চুল কর্তনের ওই নাপিতকে আটক করা হয়েছে। মঙ্গলবার আসামিদের আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো  হয়েছে।