২০১৯ ফিরিয়ে আনতে চান রোহিত

  • Update Time : ১০:৫০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / 126

স্পোর্টস ডেস্ক

২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল ভারত। যদিও সেই বিশ্বকাপে মানসিকভাবে সেরা অবস্থানে ছিল টিম ইন্ডিয়া। চার বছর পর ঘরের মাঠে আরেকটি বিশ্বকাপ খেলতে চলেছে ভারতীয়রা।

এবার ৪ বছর আগের মানসিকতা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ঘরের মাঠে এমনিতেই চাপে থাকবে স্বাগতিক ভারত। সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘কীভাবে আমি নিজেকে শান্ত রাখছি সেটাই গুরুত্বপূর্ণ। বাইরের এমন কিছু নিয়ে মাথা ঘামাতে চাই না যা ইতিবাচক বা নেতিবাচকভাবে আমার মধ্যে প্রভাব ফেলবে। সব দরজা বন্ধ রাখতে চাই। ২০১৯ বিশ্বকাপের আগে যে রকম মানসিকতা ছিল, সে রকমই রাখতে চাই।’

২০১৯ বিশ্বকাপের আগে ভারতের মানসিক প্রস্তুতি নিয়ে রোহিত বলেছেন, ‘সেই বিশ্বকাপের আগে মানসিকভাবে দারুণ জায়গায় ছিলাম। প্রস্তুতিও ভাল হয়েছিল। খুব ভাল লেগেছিল খেলার সময়। সেই জায়গা ফিরে যেতে চাই। হাতে সময়ও রয়েছে। ২০১৯ বিশ্বকাপের আগে ঠিক কী কী করেছিলাম সেটা মনে করতে চাই। ক্রিকেটার এবং মানুষ হিসাবে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে চাই।’

বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামলেও রোহিত অবশ্য ইতিবাচকই থাকছেন। বিশ্বকাপ না জিতলেও মানসিকতায় পরিবর্তন আনবেন না বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। আপাতত আগামী দুই মাস দলের জন্য নিজেকে উজাড় করে দিতে চান।

Tag :

Please Share This Post in Your Social Media


২০১৯ ফিরিয়ে আনতে চান রোহিত

Update Time : ১০:৫০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক

২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল ভারত। যদিও সেই বিশ্বকাপে মানসিকভাবে সেরা অবস্থানে ছিল টিম ইন্ডিয়া। চার বছর পর ঘরের মাঠে আরেকটি বিশ্বকাপ খেলতে চলেছে ভারতীয়রা।

এবার ৪ বছর আগের মানসিকতা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ঘরের মাঠে এমনিতেই চাপে থাকবে স্বাগতিক ভারত। সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘কীভাবে আমি নিজেকে শান্ত রাখছি সেটাই গুরুত্বপূর্ণ। বাইরের এমন কিছু নিয়ে মাথা ঘামাতে চাই না যা ইতিবাচক বা নেতিবাচকভাবে আমার মধ্যে প্রভাব ফেলবে। সব দরজা বন্ধ রাখতে চাই। ২০১৯ বিশ্বকাপের আগে যে রকম মানসিকতা ছিল, সে রকমই রাখতে চাই।’

২০১৯ বিশ্বকাপের আগে ভারতের মানসিক প্রস্তুতি নিয়ে রোহিত বলেছেন, ‘সেই বিশ্বকাপের আগে মানসিকভাবে দারুণ জায়গায় ছিলাম। প্রস্তুতিও ভাল হয়েছিল। খুব ভাল লেগেছিল খেলার সময়। সেই জায়গা ফিরে যেতে চাই। হাতে সময়ও রয়েছে। ২০১৯ বিশ্বকাপের আগে ঠিক কী কী করেছিলাম সেটা মনে করতে চাই। ক্রিকেটার এবং মানুষ হিসাবে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে চাই।’

বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামলেও রোহিত অবশ্য ইতিবাচকই থাকছেন। বিশ্বকাপ না জিতলেও মানসিকতায় পরিবর্তন আনবেন না বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। আপাতত আগামী দুই মাস দলের জন্য নিজেকে উজাড় করে দিতে চান।