সদর দক্ষিণ নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
- Update Time : ১২:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / 150
কুমিল্লা প্রতিনিধি–
কুমিল্লা সদর দক্ষিণ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনের সাথে কুমিল্লা সদর দক্ষিণের সাংবাদিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) বিকাল ৪ টায় সদর দক্ষিণ মডেল থানার কনফারেন্স রুমে এসআই খালেদ মোশাররফ’র সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি আলমগীর বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশিরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
অপরদিকে সাংবাদিকরা বলেন, সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে দেশ সোনার বাংলায় পরিণত হবে। সাংবাদিকের হাতে কোনো অস্ত্র নেই, একটি কলম পকেটে নিয়ে ২৪ ঘন্টা যেন অতন্দ্র প্রহরীর ন্যায় মানুষের সেবায় কাজ করে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন চাষি, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি সোহাইবুল ইসলাম সোহাগ, খন্দকার দেলোয়ার হোসেন, শাহ ফয়সাল কারীম, সমাজকন্ঠ পত্রিকার মোতালেব হোসেন প্রমুখ।