যবিপ্রবির শেখ হাসিনা ছাত্রী হলের নতুন প্রভোস্ট ফাতেমা তুজ জোহরা
- Update Time : ১০:৩৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / 208
যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শেখ হাসিনা ছাত্রী হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা তুজ জোহরা।
গত শনিবার (২৬ আগস্ট) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, যবিপ্রবির শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শিরীন নিগার এর দায়িত্বের মেয়াদ গত ২৬ আগষ্ট ২০২৩ খ্রি. তারিখ হতে অবসান করে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা তুজ জোহরা-কে ২৬ আগষ্ট ২০২৩ খ্রি. তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, প্রভোস্টের দায়িত্ব একটাই সেটা হলো ছাত্রীদেরকে নিরাপদ রাখা, তারা যেন ভাল থাকে সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। ছাত্রী হলের যেসকল সমস্যা আছে সেগুলো সমাধান করার জন্য অতি দ্রুত প্রশাসনের সাথে বসবো।
উল্লেখ্য, ফাতেমা তুজ জোহরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী এবং পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রী সম্পন্ন করেন।