ডিপিএলে দল পরিবর্তন করলেন সাকিব
- Update Time : ০৮:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / 143
স্পোর্টস ডেস্ক
সারা বছর ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ দল ছাড়াও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে সরব উপস্থিতি টাইগার অধিনায়কের। তবে ব্যস্ততার মাঝেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগে কালভদ্রে দেখা মেলে সাকিবের। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলা বাংলাদেশ অধিনায়ক এবার দল ছাড়ছেন।
গত ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ছিলেন সাকিব। মাত্র ৪টি ম্যাচে বিশ্বসেরা অধিনায়ককে দলের সঙ্গে পেয়েছিল দলটি। তবে নতুন মৌসুমে মোহামেডান ছাড়ছেন সাকিব। এমনটাই নিশ্চিত করেছেন ক্লাবটির ক্রিকেট কমিটির সভাপতি এজিএম সাব্বির।
রোববার (২৭ আগস্ট) আসন্ন এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশ দল। ৩১ আগস্ট স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। ওপেনার তামিম ইকবাল অধিনায়কত্ব ছাড়ার পর নতুন করে ওয়ানডের নেতৃত্বে এসেছেন সাকিব। তবে এশিয়া কাপের আগেই ডিপিএলে সাকিবের দল পরিবর্তনের খবর সামনে এলো।
মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান সাব্বির ফেসবুকের পোস্টে লিখেন, ‘এটা আনুষ্ঠানিক যে সাকিব এ বছর মোহামেডানের হয়ে ডিপিএলে খেলবেন না।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
তবে গুঞ্জন অনুযায়ী, আগামী ২ মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে সাকিবকে। এ ছাড়া এ বছর আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সাকিবকে নতুন ঠিকানায় দেখা যাবে। ফরচুন বরিশাল ছেড়ে রংপুর রাইডার্সের সঙ্গে ২ বছরের চুক্তি সাক্ষর করেন বাংলাদেশ অধিনায়ক।
গত ডিপিএলে মোহামেডানের হয়ে মাত্র ৪টি ম্যাচ খেলেছিলেন সাকিব। দলটির হয়ে মাত্র ৯৫ রান সংগ্রহ করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বোলিংয়ে ৪ ম্যাচে ৪টি উইকেট শিকার করেছিলেন সাকিব।