অভিজ্ঞতার দাম আছে, নতুনদের কাজ সহজ হয়ে যায়,

  • Update Time : ০৮:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • / 123

স্পোর্টস ডেস্ক

ইনজুরির কারণে এশিয়া কাপে নেই তামিম। তবে চোট থেকে সেরে উঠতে পারলে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে খেলবেন তিনি। চোট না থাকলে খেলবেন বিশ্বকাপেও। তার মতো সিনিয়র একজন ক্রিকেটারের অভিজ্ঞতাকে মূল্যায়ন করছেন সাকিব আল হাসান।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তামিম ইকবাল বলেছিলেন, শতভাগ ফিট না হলেও প্রথম ম্যাচে খেলবেন তিনি। সেই সময় অধিনায়কের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের। তামিমকে কিছু না বললেও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন এই কোচ। গণমাধ্যমের কল্যাণে এই খবর সবারই জানা। এরপর তামিমের আকস্মিক অবসর, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ফিরে আসা এবং অধিনায়কত্ব ছাড়ার ঘটনা বিশাল নাটকীয়তার জন্ম দিয়েছিল। যদিও ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে সকল আলোচনা থেকে দূরে সরে যান তামিম। আপাতত পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন তিনি। ফিরতে পারেন ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেই।

এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে তামিমের অবসর ভেঙে ফিরে আসা নিয়ে প্রশ্ন করলে অধিনায়ক সাকিব বলেন, ‘যেকোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলে থেকে তারা কতটুকু কন্ট্রিবিউট করে, এটার ওপর নির্ভর করে অনেক কিছু। অবশ্যই অভিজ্ঞ ক্রিকেটারের দাম আছে। অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে কন্ডিশন সম্পর্কে এবং বড় বড় টুর্নামেন্ট সম্পর্কে জানা যায়… একজন অভিজ্ঞ ক্রিকেটার যখন নিজের অভিজ্ঞতা শেয়ার করে…তখন সেটা সবার জন্য সুবিধা হয়, বিশেষ করে নতুনদের জন্যে।’

তামিম সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত ৫ জুলাই, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এশিয়া কাপের স্কোয়াডে না থাকলেও বিশ্বকাপের প্রস্তুতির জন্য তামিমসহ মোট ৮ জনকে নিয়ে বিশেষ ক্যাম্প শুরু করেছে বিসিবি। একাডেমি মাঠে গত কয়েকদিন তামিমের সঙ্গে অনুশীলন করেন সৌম্য সরকার, সাইফ হাসান, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলামরাও। এদের মধ্যে তিনজন এশিয়া কাপের স্ট্যান্ডবাই তালিকাতেও আছেন। এই ৮ ক্রিকেটারকে নিয়ে ২০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ক্যাম্প। এদিকে আগামী ২৭ আগস্ট এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার বিমান ধরবে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলবে সাকিবের দল।

Tag :

Please Share This Post in Your Social Media


অভিজ্ঞতার দাম আছে, নতুনদের কাজ সহজ হয়ে যায়,

Update Time : ০৮:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক

ইনজুরির কারণে এশিয়া কাপে নেই তামিম। তবে চোট থেকে সেরে উঠতে পারলে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে খেলবেন তিনি। চোট না থাকলে খেলবেন বিশ্বকাপেও। তার মতো সিনিয়র একজন ক্রিকেটারের অভিজ্ঞতাকে মূল্যায়ন করছেন সাকিব আল হাসান।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তামিম ইকবাল বলেছিলেন, শতভাগ ফিট না হলেও প্রথম ম্যাচে খেলবেন তিনি। সেই সময় অধিনায়কের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের। তামিমকে কিছু না বললেও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন এই কোচ। গণমাধ্যমের কল্যাণে এই খবর সবারই জানা। এরপর তামিমের আকস্মিক অবসর, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ফিরে আসা এবং অধিনায়কত্ব ছাড়ার ঘটনা বিশাল নাটকীয়তার জন্ম দিয়েছিল। যদিও ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে সকল আলোচনা থেকে দূরে সরে যান তামিম। আপাতত পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন তিনি। ফিরতে পারেন ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেই।

এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে তামিমের অবসর ভেঙে ফিরে আসা নিয়ে প্রশ্ন করলে অধিনায়ক সাকিব বলেন, ‘যেকোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলে থেকে তারা কতটুকু কন্ট্রিবিউট করে, এটার ওপর নির্ভর করে অনেক কিছু। অবশ্যই অভিজ্ঞ ক্রিকেটারের দাম আছে। অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে কন্ডিশন সম্পর্কে এবং বড় বড় টুর্নামেন্ট সম্পর্কে জানা যায়… একজন অভিজ্ঞ ক্রিকেটার যখন নিজের অভিজ্ঞতা শেয়ার করে…তখন সেটা সবার জন্য সুবিধা হয়, বিশেষ করে নতুনদের জন্যে।’

তামিম সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত ৫ জুলাই, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এশিয়া কাপের স্কোয়াডে না থাকলেও বিশ্বকাপের প্রস্তুতির জন্য তামিমসহ মোট ৮ জনকে নিয়ে বিশেষ ক্যাম্প শুরু করেছে বিসিবি। একাডেমি মাঠে গত কয়েকদিন তামিমের সঙ্গে অনুশীলন করেন সৌম্য সরকার, সাইফ হাসান, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলামরাও। এদের মধ্যে তিনজন এশিয়া কাপের স্ট্যান্ডবাই তালিকাতেও আছেন। এই ৮ ক্রিকেটারকে নিয়ে ২০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ক্যাম্প। এদিকে আগামী ২৭ আগস্ট এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার বিমান ধরবে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলবে সাকিবের দল।