নেইমারকে ‘ভুয়া’ বলে কটাক্ষ বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তির
- Update Time : ০৫:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / 127
স্পোর্টস ডেস্ক
সৌদি প্রো লিগের ক্লাবে নাম লিখিয়েছেন নেইমার জুনিয়র। মাত্র ৩১ বছর বয়সে ইউরোপ ছাড়েন ব্রাজিলিয়ান তারকা। ভক্ত-সমর্থকরা মনে করেন, এখনই ইউরোপ ছেড়ে সৌদিতে যাওয়া উচিত হয়নি এই প্রজন্মের অন্যতম সেরা তারকার। তবে এমন মন্তব্যের একেবারেই বিপরীত ধারণা পোষণ করেন জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার পল ব্রাইটনার।
ব্রাজিলিয়ান তারকা নেইমারকে বর্তমান সময়ের অন্যতম ‘ভুয়া’ খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও জার্মান কিংবদন্তি। এমনকি নেইমারকে দলে ভেড়ানোর জন্যে সৌদি ক্লাব আল হিলালকে ধন্যবাদও জানান ব্রাইটনার।
জার্মান সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে সম্প্রতি ব্রাজিলিয়ান নেইমারকে এক প্রকার অপমানই করেছেন জার্মানির বিশ্বকাপজয়ী ব্রাইটনার। বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের সাবেক তারকা বলেন, ‘প্রিয় সৌদিবাসী! জনাব নেইমারকে কেনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, যিনি সাম্প্রতিক সময়ে পৃথিবীর সবচেয়ে ধূর্ত খেলোয়াড়দের একজন। অসাধারণ এক ফুটবলার যে কি না শুধু ডাইভ দেয় আর অভিনয় করে। ভুয়া! খুবই ধূর্ত চরিত্র! আমাকে এটা বলতেই হচ্ছে, আপনাদের ধন্যবাদ। আমাদের তাকে আর সহ্য করতে হবে না।’
১৯৭৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জেতেন পল ব্রাইটনার। কার্ল হেইঞ্জ রুমেনিগের সঙ্গে বায়ার্ন মিউনিখ এবং জার্মানির জার্সিতে ফুটবল বিশ্বে রাজত্ব করেছিলেন তিনি। লেফটব্যাক এবং মিডফিল্ডার হিসেবে যথেষ্ঠ সুনামের সঙ্গে খেলেছেন।
অবসরের পর থেকেই বারবার খবরের শিরোনাম হয়েছেন এই জার্মান বিশ্বজয়ী তারকা। মেসি-রোনালদোর তুলনায় জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যার ভালো ফুটবলার। এমন মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ফুটবলার। এবার ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন জামার্ন কিংবদন্তি ব্রাইটনার।