রাণীনগরের সেই কৃষি কর্মকর্তার বদলি

  • Update Time : ০৫:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / 137

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাকে বদলি করা হয়েছে। সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত জনস্বার্থে জারী করা এক অফিস আদেশে উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীনকে বদলি করা হয়।

অফিস আদেশে বলা হয়, রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীনকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসাবে পদায়ন করে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এটিআই) সংযুক্ত করা হয়েছে। আর রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা হিসাবে নওগাঁ সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার ফারজানা হককে পদায়ন করা হয়েছে। অফিস আদেশে আগামী ২৮ তারিখে তাদের দায়িত্বভার হস্তান্তরের নির্দেশনাও প্রদান করা হয়।

জানা গেছে, বদলি হওয়া রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীনের বিরুদ্ধে সম্প্রতি তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের আওতায় প্রদর্শনীপ্রাপ্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতি, কৃষকদের মাঝে বরাদ্দকৃত সারের অর্ধেক পরিমাণ সার বিতরণ করাসহ নানা অনিয়মের অভিযোগ উঠে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর টনক নড়ে কৃষি অফিসের। গঠন করা হয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তদন্ত কমিটি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি কর্তৃক গঠিত তিন সদসস্যের তদন্ত কমিটি। পরে কৃষি কর্মকর্তা প্রদর্শনীপ্রাপ্ত কৃষকদের ডেকে ঘন্টার পর ঘন্টা বসে রেখে বাকি অর্ধেক সারগুলো বিতরণ করেন। কৃষি কর্মকর্তার এমন কর্মকান্ডে উপজেলার কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তদন্ত দল তদন্ত করে। এরপর খামারবাড়ি কর্তৃক গঠিত তদন্ত কমিটির দল সোমবার তাদের তদন্ত সম্পন্ন করেন।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, প্রশাসনিক কারণে রাণীনগরের কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীনকে বদলি করা হয়েছে। আর তার বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত এখনো চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media


রাণীনগরের সেই কৃষি কর্মকর্তার বদলি

Update Time : ০৫:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাকে বদলি করা হয়েছে। সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত জনস্বার্থে জারী করা এক অফিস আদেশে উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীনকে বদলি করা হয়।

অফিস আদেশে বলা হয়, রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীনকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসাবে পদায়ন করে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এটিআই) সংযুক্ত করা হয়েছে। আর রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা হিসাবে নওগাঁ সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার ফারজানা হককে পদায়ন করা হয়েছে। অফিস আদেশে আগামী ২৮ তারিখে তাদের দায়িত্বভার হস্তান্তরের নির্দেশনাও প্রদান করা হয়।

জানা গেছে, বদলি হওয়া রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীনের বিরুদ্ধে সম্প্রতি তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের আওতায় প্রদর্শনীপ্রাপ্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতি, কৃষকদের মাঝে বরাদ্দকৃত সারের অর্ধেক পরিমাণ সার বিতরণ করাসহ নানা অনিয়মের অভিযোগ উঠে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর টনক নড়ে কৃষি অফিসের। গঠন করা হয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তদন্ত কমিটি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি কর্তৃক গঠিত তিন সদসস্যের তদন্ত কমিটি। পরে কৃষি কর্মকর্তা প্রদর্শনীপ্রাপ্ত কৃষকদের ডেকে ঘন্টার পর ঘন্টা বসে রেখে বাকি অর্ধেক সারগুলো বিতরণ করেন। কৃষি কর্মকর্তার এমন কর্মকান্ডে উপজেলার কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তদন্ত দল তদন্ত করে। এরপর খামারবাড়ি কর্তৃক গঠিত তদন্ত কমিটির দল সোমবার তাদের তদন্ত সম্পন্ন করেন।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, প্রশাসনিক কারণে রাণীনগরের কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীনকে বদলি করা হয়েছে। আর তার বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত এখনো চলছে।