৪৫তম শিরোপার পথে মেসি

  • Update Time : ০২:০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / 116

স্পোর্টস ডেস্ক

মেসির নজরে এখন আরেক ফাইনাল। লিগস কাপের শিরোপা ঘরে তোলার রেশ না কাটতেই আর্জেন্টাইন সুপারস্টার এবার ভাবছেন ইউএস ওপেন কাপের শিরোপা জয় নিয়ে।

যুক্তরাষ্ট্রে ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো ইউএস ওপেন কাপ। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন অনুমোদিত যত ক্লাব আছে, তার মধ্যে প্রায় ১০০টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে। এবারের ইউএস ওপেন কাপের সেমিফাইনালে বুধবার সিনসিনাতি এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিনসিনাতিরর মাঠ টিকিউএল স্টেডিয়ামে। মায়ামি জিতলেই আরেকটি ফাইনালের দেখা পাবেন মেসি। মেসির হাতে উঠে যাবে ৪৫ নম্বর শিরোপা।

এর আগে, রোববার লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি ন্যাশভিল এসসিকে হারানোর মধ্য দিয়ে ৪৪তম শিরোপা জিতে মেসি।

সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি মায়ামির জার্সিতে সাত ম্যাচে ১০ গোল করেছেন। মেজর লিগ সকারের তলানির দল হিসেবে মায়ামি টানা তৃতীয় মৌসুমে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলো। মেসির আগমনে পুরো দৃশ্যই পাল্টে গেলো। টানা সাত ম্যাচে অপরাজিত থেকে লিগস কাপের শিরোপা ঘরে তুলে মেসির মায়ামির স্বপ্ন এখন ইউএস ওপেন কাপ।

Tag :

Please Share This Post in Your Social Media


৪৫তম শিরোপার পথে মেসি

Update Time : ০২:০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক

মেসির নজরে এখন আরেক ফাইনাল। লিগস কাপের শিরোপা ঘরে তোলার রেশ না কাটতেই আর্জেন্টাইন সুপারস্টার এবার ভাবছেন ইউএস ওপেন কাপের শিরোপা জয় নিয়ে।

যুক্তরাষ্ট্রে ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো ইউএস ওপেন কাপ। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন অনুমোদিত যত ক্লাব আছে, তার মধ্যে প্রায় ১০০টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে। এবারের ইউএস ওপেন কাপের সেমিফাইনালে বুধবার সিনসিনাতি এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিনসিনাতিরর মাঠ টিকিউএল স্টেডিয়ামে। মায়ামি জিতলেই আরেকটি ফাইনালের দেখা পাবেন মেসি। মেসির হাতে উঠে যাবে ৪৫ নম্বর শিরোপা।

এর আগে, রোববার লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি ন্যাশভিল এসসিকে হারানোর মধ্য দিয়ে ৪৪তম শিরোপা জিতে মেসি।

সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি মায়ামির জার্সিতে সাত ম্যাচে ১০ গোল করেছেন। মেজর লিগ সকারের তলানির দল হিসেবে মায়ামি টানা তৃতীয় মৌসুমে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলো। মেসির আগমনে পুরো দৃশ্যই পাল্টে গেলো। টানা সাত ম্যাচে অপরাজিত থেকে লিগস কাপের শিরোপা ঘরে তুলে মেসির মায়ামির স্বপ্ন এখন ইউএস ওপেন কাপ।