সরকারকে এত সহজে নড়ানো সম্ভব না : মাহবুবউল আলম হানিফ
- Update Time : ০৫:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / 246
ইবি প্রতিনিধি:
‘দেশের জনগন শেখ হাসিনার সাথে আছে, কোন শক্তি তাকে ক্ষমতা থেকে নামাতে পারবে না। আপনাদের প্রভু দেশের সংস্থা জরিপ করে দেখালো দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনার সাথে আছে। যে সরকারের পক্ষে এত মানুষ থাকে, সে সরকারকে এত সহজে নড়ানো সম্ভব না।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন।
রবিবার (২০ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
মাহবুবউল আলম হানিফ আরও বলেন, আপনারা স্বপ্ন দেখছেন রাষ্ট্র ক্ষমতায় যাবেন। লন্ডনে বসে বিদেশীদের কাছে ধরনা দিয়ে এত সহজে সরকারকে হটানো সম্ভব নয়। এটা মাথায় রাখতে হবে। আমরা চাইনা এই বাংলাদেশ জঙ্গী রাষ্ট্র হোক। উনারা চায় টেইকব্যাক বাংলাদেশ। টেইকব্যাক বাংলাদেশ কি ২০০১ থেকে ২০০৬ সালের সেই বাংলাদেশ? নাকি জিয়াউর রহমানের সেই ৭৫ এর পরের সেই বাংলাদেশ? টেইকব্যাক বাংলাদেশ বলতে কিছু হবে না।’
অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের ইবি শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ এর সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-১ এর সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের ঝিনাইদহ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা। প্রধান আলোচক ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। সম্মানিত অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ বিশ্ববিদ্যালয়ের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।