রাণীশংকৈলে হজ্ব ও উমরা সেমিনার উপলক্ষ্যে আলোচনা সভা
- Update Time : ০৫:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- / 206
রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (১৭আগস্ট) সকালে পৌর শহরের শান্তা কমিনিউটি সেন্টারে সাবওয়ে ট্রাভেলস এন্ড হলিডের আয়োজনে এবং এলাকার বিখ্যাত হাজী এজেন্ট (মোয়াল্লেম) হাফেজ শহিদুল্লাহর সার্বিক তত্বাবধানে হজ্ব ও উমরা সেমিনার উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি’র বক্তব্যে দেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও -৩ আসনের এমপি হাফিজ উদ্দিন আহমেদ।গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ।
বিশেষ অতিথি ছিলেন, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ট্রাভেল এজেন্সির চেয়ারম্যান খোরশেদ প্রিন্স,উপজেলা হাজি সংগঠনের সভাপতি আলহাজ্ব এ জেড এম সুলতান, জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, প্রমুখ।
এ ছাড়াও ট্রাভেল এজেন্সির বিভিন্ন এজেন্ট, সদস্য এবং উপজেলার ৫ শতাধিক হাজী ও হাজী সাহেবানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা
সকল হাজীদের নৈতিকতা ও আদর্শের সহিত পথচলা, নতুন ভাবে হজ্বে আগ্রহীদের বিভিন্ন সুপরামর্শ দেয়া এবং সংগঠনের পক্ষ থেকে হাজ্বীদের বিপদ- আপদে পাশে থাকার কথা ব্যক্ত করেন। পরে দোয়া খায়ের মোনাজাত করেন মোস্তফা কামাল হেলালী।
শেষে যোহরের নামাজ শেষে দুপুরের খাওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা আলহাজ্ব শহিদুল্লাহ।