বিশ্বকাপে আর্চার নেই, আর্চার আছেন

  • Update Time : ১০:৫৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / 117

স্পোর্টস ডেস্ক

২০১৯ সালে প্রথমবারের মতো ওয়ানডেতে শিরোপা উঁচিয়ে ধরা ইংল্যান্ডের অন্যতম নায়ক ছিলেন আর্চার। পুরো আসরে দারুণ বোলিং করার সঙ্গে সুপার ওভারে নিউজিল্যান্ডকে আটকে দিয়েছিলেন ডানহাতি এই পেসার। ইংল্যান্ডের বোলিং আক্রমণের অন্যতম সদস্য হলেও চোটের কারণে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয় তাকে।

লম্বা সময়ের চোট কাটিয়ে বছরের শুরুর দিকে ফিরেছিলেন আর্চার। তবে আইপিএল চলাকালীন চোটে পড়ে আবারও মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। কদিন আগে তার কাউন্টি দল সাসেক্সের কোচ পল ফারব্রেস বলেছিলেন বিশ্বকাপ খেলার পথেই আছেন আর্চার। এমনকি পুরোপুরি ফিট হয়ে ওঠার পথেই আছেন তিনি। যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা। কদিন পরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে জস বাটলারের দল। কিউইদের বিপক্ষে কোনো সিরিজের দলেই নেই আর্চার। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডেও নেই অভিজ্ঞ এই পেসার। শুধু তাই নয় বিশ্বকাপের মূল দলেও জায়গা হচ্ছে না তার।

বিশ্বকাপের মূল দলে না থাকলেও ভারতে যাবেন আর্চার। ২৮ বছর বয়সী এই ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে নিয়ে যাওয়ার কথা ভাবছে ইংল্যান্ড। টুর্নামেন্টের প্রথম দিকে মিস করলেও বিশ্বকাপের শেষ দিকে তাকে পাওয়ার আশা করছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ইসিবির প্রধান নির্বাচক লুক রাইট।

তিনি বলেন, ‘এমন একটি সুযোগ বা জায়গা ও সম্ভাবনা আছে যে সে টুর্নামেন্টের শেষ দিকে খেলতে পারে। সব যদি ঠিক থাকে আরকি এবং ইনজুরির কথা বলছেন? হ্যাঁ, আছে। তবে সম্ভাবনা আছে। কিন্তু অবশ্যই এসব কিছুর আগে পুনর্বাসনে এখনও অনেক কিছু সঠিকভাবে হতে হবে।’

যেকোন দেশের ক্রিকেট বোর্ড চাইলে নিজেদের অর্থায়নে রিজার্ভ ক্রিকেটারের সংখ্যা বাড়িয়ে নিয়ে যেতে পারবে। সেই সুযোগটাই হয়ত লুফে নেবে ইংল্যান্ড। এদিকে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ দল পরিবর্তনের সুযোগ থাকছে দলগুলোর হাতে। তবে সেই সময়ের আগে আর্চার সুস্থ হয়ে উঠবেন কিনা সেটাই বড় প্রশ্ন।

Tag :

Please Share This Post in Your Social Media


বিশ্বকাপে আর্চার নেই, আর্চার আছেন

Update Time : ১০:৫৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক

২০১৯ সালে প্রথমবারের মতো ওয়ানডেতে শিরোপা উঁচিয়ে ধরা ইংল্যান্ডের অন্যতম নায়ক ছিলেন আর্চার। পুরো আসরে দারুণ বোলিং করার সঙ্গে সুপার ওভারে নিউজিল্যান্ডকে আটকে দিয়েছিলেন ডানহাতি এই পেসার। ইংল্যান্ডের বোলিং আক্রমণের অন্যতম সদস্য হলেও চোটের কারণে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয় তাকে।

লম্বা সময়ের চোট কাটিয়ে বছরের শুরুর দিকে ফিরেছিলেন আর্চার। তবে আইপিএল চলাকালীন চোটে পড়ে আবারও মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। কদিন আগে তার কাউন্টি দল সাসেক্সের কোচ পল ফারব্রেস বলেছিলেন বিশ্বকাপ খেলার পথেই আছেন আর্চার। এমনকি পুরোপুরি ফিট হয়ে ওঠার পথেই আছেন তিনি। যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা। কদিন পরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে জস বাটলারের দল। কিউইদের বিপক্ষে কোনো সিরিজের দলেই নেই আর্চার। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডেও নেই অভিজ্ঞ এই পেসার। শুধু তাই নয় বিশ্বকাপের মূল দলেও জায়গা হচ্ছে না তার।

বিশ্বকাপের মূল দলে না থাকলেও ভারতে যাবেন আর্চার। ২৮ বছর বয়সী এই ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে নিয়ে যাওয়ার কথা ভাবছে ইংল্যান্ড। টুর্নামেন্টের প্রথম দিকে মিস করলেও বিশ্বকাপের শেষ দিকে তাকে পাওয়ার আশা করছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ইসিবির প্রধান নির্বাচক লুক রাইট।

তিনি বলেন, ‘এমন একটি সুযোগ বা জায়গা ও সম্ভাবনা আছে যে সে টুর্নামেন্টের শেষ দিকে খেলতে পারে। সব যদি ঠিক থাকে আরকি এবং ইনজুরির কথা বলছেন? হ্যাঁ, আছে। তবে সম্ভাবনা আছে। কিন্তু অবশ্যই এসব কিছুর আগে পুনর্বাসনে এখনও অনেক কিছু সঠিকভাবে হতে হবে।’

যেকোন দেশের ক্রিকেট বোর্ড চাইলে নিজেদের অর্থায়নে রিজার্ভ ক্রিকেটারের সংখ্যা বাড়িয়ে নিয়ে যেতে পারবে। সেই সুযোগটাই হয়ত লুফে নেবে ইংল্যান্ড। এদিকে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ দল পরিবর্তনের সুযোগ থাকছে দলগুলোর হাতে। তবে সেই সময়ের আগে আর্চার সুস্থ হয়ে উঠবেন কিনা সেটাই বড় প্রশ্ন।