রূপগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যার পলাতক আসামি গ্রেপ্তার

  • Update Time : ০৪:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • / 147

জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদ হত্যা মামলার যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার রাতে রূপগঞ্জের দরিকান্দি গাজী সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তার নাম আবুল কালাম (২৮)। তিনি রূপগঞ্জ উপজেলার ইছাখালী গ্রামের বাসিন্দা।

বুধবার দুপুরে র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

র‍্যাব জানায়, ২০০১ সালের ১৪ নভেম্বর হত্যার শিকার হন আফতাব উদ্দিন। তাকে আবুল কালাম ও তার সহযোগীরা কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের ছেলে সোহেল রানা বাদি হয়ে ১৭ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলায় চলতি বছরের ছয় আগস্ট নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী আখতার আসামি আবুল কালাম ও নুর মোহাম্মদের যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। খালাস পায় বাকি ১৫ জন। রায় ঘোষণার সময় আবুল কালাম পলাতক ছিলেন।

র‌্যাব আরও জানায়, বুধবার গ্রেপ্তার ব্যক্তিকে রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


রূপগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যার পলাতক আসামি গ্রেপ্তার

Update Time : ০৪:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩

জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদ হত্যা মামলার যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার রাতে রূপগঞ্জের দরিকান্দি গাজী সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তার নাম আবুল কালাম (২৮)। তিনি রূপগঞ্জ উপজেলার ইছাখালী গ্রামের বাসিন্দা।

বুধবার দুপুরে র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

র‍্যাব জানায়, ২০০১ সালের ১৪ নভেম্বর হত্যার শিকার হন আফতাব উদ্দিন। তাকে আবুল কালাম ও তার সহযোগীরা কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের ছেলে সোহেল রানা বাদি হয়ে ১৭ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলায় চলতি বছরের ছয় আগস্ট নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী আখতার আসামি আবুল কালাম ও নুর মোহাম্মদের যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। খালাস পায় বাকি ১৫ জন। রায় ঘোষণার সময় আবুল কালাম পলাতক ছিলেন।

র‌্যাব আরও জানায়, বুধবার গ্রেপ্তার ব্যক্তিকে রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।