নওগাঁর রাণীনগরে স্ত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেফতার

  • Update Time : ০৭:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / 265

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে যৌতুকের দাবিকৃত টাকা না দেওয়ায় স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলায় স্বামী রতন সরকার (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে র‌্যাব-১ উত্তরা’র সহযোগীতায় রাণীনগর থানা পুলিশ রবিবার রতন সরকারকে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রতন সরকার বগুড়ার আদমদিঘী উপজেলার বড় আখিড়া গ্রামের মৃত নরেন সরকারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ ডিসেম্বর পারিবারিকভাবে তাদের দু’জনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য রতন তার স্ত্রীকে নির্যাতন করতো। মেয়েটির পরিবার বিষয়টি জানতে পেরে রতনকে যৌতুক হিসাবে টাকাও দেন। এরপর কিছুদিনের মাথায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হলে মেয়েটি তার বাবার বাড়িতে চলে আসেন। এরই মধ্যে রতন আবারও তার স্ত্রীর কাছ থেকে যৌতুকের টাকা দাবি করেন এবং স্বামীর বাড়িতে যাওয়ার হুমকি দিতে থাকেন। একপর্যায়ে গত ২৬ জুলাই রতন ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ও মেসেঞ্জারে মেসেঞ্জারে তার স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেন। এ ঘটনায় ১ আগস্ট রতনের স্ত্রী বাদি হয়ে রতনের নামে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলার পরিপ্রেক্ষিতে রতনকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


নওগাঁর রাণীনগরে স্ত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেফতার

Update Time : ০৭:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে যৌতুকের দাবিকৃত টাকা না দেওয়ায় স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলায় স্বামী রতন সরকার (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে র‌্যাব-১ উত্তরা’র সহযোগীতায় রাণীনগর থানা পুলিশ রবিবার রতন সরকারকে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রতন সরকার বগুড়ার আদমদিঘী উপজেলার বড় আখিড়া গ্রামের মৃত নরেন সরকারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ ডিসেম্বর পারিবারিকভাবে তাদের দু’জনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য রতন তার স্ত্রীকে নির্যাতন করতো। মেয়েটির পরিবার বিষয়টি জানতে পেরে রতনকে যৌতুক হিসাবে টাকাও দেন। এরপর কিছুদিনের মাথায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হলে মেয়েটি তার বাবার বাড়িতে চলে আসেন। এরই মধ্যে রতন আবারও তার স্ত্রীর কাছ থেকে যৌতুকের টাকা দাবি করেন এবং স্বামীর বাড়িতে যাওয়ার হুমকি দিতে থাকেন। একপর্যায়ে গত ২৬ জুলাই রতন ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ও মেসেঞ্জারে মেসেঞ্জারে তার স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেন। এ ঘটনায় ১ আগস্ট রতনের স্ত্রী বাদি হয়ে রতনের নামে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলার পরিপ্রেক্ষিতে রতনকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।