বরগুনায় সড়কের বেহাল দশা, দুর্ভোগে ৫০ হাজার মানুষ
- Update Time : ০৯:২৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / 105
জেলা প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার ব্রিজ ঘাট থেকে মালিপাড়া স্লুইসগেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বেহাল দশা তিন বছর ধরে।
তালতলী উপজেলা শহরের সঙ্গে এই সড়ক দিয়ে তিন ইউনিয়ন বড়বগী, নিশানবাড়ীয়া, সোনাকাটার যোগাযোগ। তবে সড়কের বেহাল দশায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েতে হচ্ছে এই অঞ্চলের জনসাধারণের।
ব্রিজ ঘাট থেকে মালিপাড়া স্লুইসগেট গিয়ে দেখা যায়, মালিপাড়া আলমের চায়ের দোকান থেকে ছোট ভাইজোড়া মাদ্রাসা পর্যন্ত ২ কিলোমিটার সড়ক দিয়ে চলাচল অনুপযোগী। পিচঢালা উঠে ইটের খোয়া বের হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে ধুলার কারণে পথচারীরা নাক চেপে হাঁটছেন। অন্যদিকে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে।
ছোট ভাইজোড়া মাদ্রাসার শিক্ষক আ. মুতালিব বলেন, তিন ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই রাস্তা দিয়ে যেতে হয়। ফলে অন্তঃসত্ত্বা নারীসহ রোগীদের দুর্ভোগের যেন শেষ নেই।
বরগুনায় সড়কের বেহাল দশা, দুর্ভোগে ৫০ হাজার মানুষ
বন্যায় সড়কে ধস, রুমা-থানচি যোগাযোগ বিচ্ছিন্ন
স্থানীয়দের অভিযোগ, তিন ইউনিয়নে প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করেন। ৩ বছরের অধিক সময় ধরে এই সড়কের সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের এই বেহাল দশায় পণ্যপরিবহনসহ যাতায়াতে দুর্ভোগের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটিতে চলাচলকারী মোটরসাইকেল, রিকশা, ইজিবাইক, আলফা গাড়ির যন্ত্রাংশ। ফলে নষ্ট গাড়ি মেরামত করতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে চালকের।
পথচারীরা জানান, গত তিন বছর ধরে এই সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। অথচ তালতলী থানা, উপজেলা ও স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি দপ্তরে যেতে হয়। দ্রুত এই সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি তাদের।
স্থানীয় মুদি ব্যবসায়ী মো. সোহরাফ, ইউনুস, শাহজাহান, বলেন, মালিপাড়া সুলিজের উপরের রাস্তাটি এতই খারাপ যে কয়েকদিন পরপরই গাড়ি উল্টে যায়। মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে অনেক যাত্রীরা।
তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার বলেন, ব্রিজ ঘাট থেকে মালিপাড়া স্লুইসগেট সড়কটির অবস্থা খারাপ। এটি জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন সড়কটি ঠিক হবে।
এ বিষয়ে তালতলী উপজেলা এলজিইডি প্রকৌশলী বলেন, এই রাস্তাটি খুব দ্রুতই সংস্কার করা হবে।