ফিরিয়ে আনা হচ্ছে সাজেকে আটকে পড়া পর্যটকদের
- Update Time : ১১:৪৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / 136
জেলা প্রতিনিধি:
রাঙামাটিতে টানা বর্ষণে গত মঙ্গলবার থেকে সাজেকে আটকেপড়া প্রায় চার শতাধিক পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে। খাগড়াছড়ি দীঘিনালা সড়কের বেশকিছু স্থানে পাহাড়ি ঢলে সড়ক ও কালভার্ট ডুবে যাওয়ায় তারা সাজেকে আটকা পড়ে।
তবে বুধবার তেমন একটা বৃষ্টি না পড়ায় বেশকিছু সড়ক থেকে পানি সরে গেছে বলে জানা গেছে। আর বৃষ্টি না হলেও দীঘিনালা সাজেক সড়কের গঙ্গারাম পাড়া এলাকায় ও মাচালং এলাকায় দুটি কালভার্টে কিছু পানি জমে রয়েছে। সেগুলো সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
সাজেক কর্টেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, বৃষ্টি না হলে কয়েক ঘণ্টার মধ্যে আটকে পড়া পর্যটকরা ফিরে যেতে পারবেন। দুটি স্থানে কিছু পানি জমে রয়েছে সেগুলো সরে গেলে পর্যটকরা যাতায়াত করতে পারবে।
Tag :