পরীক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে এইচএসসি পরীক্ষা কেন্দ্র বাতিল
- Update Time : ০৯:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / 129
জেলা প্রতিনিধি
বাতিলকৃত কেন্দ্র শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ। ছবি: সংগৃহীত
বাতিলকৃত কেন্দ্র শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ। ছবি: সংগৃহীত
জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র বাতিল করা হয়েছে। ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর শামসুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।
গত সোমবার (৭ আগস্ট) এ সংক্রান্ত আদেশ দিয়ে জামালপুর জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠায় ময়মনসিংহ শিক্ষা বোর্ড। অনুলিপি দেওয়া হয় সংশ্লিষ্ট কলেজকে।
জানা গেছে, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে তাদের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের সরকারি জাহেদা সফির মহিলা কলেজ কেন্দ্রে স্থানান্তর করা হয়। এতে জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রটি বাতিল হয়ে যায়।
আরও জানা যায়, সরকারি আশেক মাহমুদ কলেজের বিজ্ঞান ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্র জাহেদা সফির মহিলা কলেজ হলেও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল জিয়াউর রহমান ডিগ্রি কলেজ। ইতোপূর্বে ঐ কেন্দ্রে অংশ নেওয়া পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের একাধিক অভিযোগে গত ৯ জুলাই কেন্দ্র পরিবর্তনের আবেদন করে আশেক মাহমুদ কলেজ কর্তৃপক্ষ। কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে জিয়াউর রহমান কলেজ কেন্দ্র বাতিল করা হয়।
পরীক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে এইচএসসি পরীক্ষা কেন্দ্র বাতিল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন
কেন্দ্র পরিবর্তনের বিষয়টি জানতে ফোন করা হলে সরকারি আশেক মাহমুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খেলনা রানী দে বলেন, কলেজের একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র পরিবর্তনের আবেদন করেছে।
কেন কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত বছরগুলোতে আমাদের পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের অভিযোগ আমলে নিয়ে কলেজ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা পরীক্ষায় দায়িত্বরত এবং কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌফিকুল ইসলাম তসলিম বলেন, পরীক্ষা কেন্দ্রে বিশেষ সুযোগ না দেওয়া যদি খারাপ আচরণ হয় তবে বলার কিছু নেই।