ইবিতে কর্মকর্তাদের পাঁচঘন্টা কর্মবিরতি অব্যাহত
- Update Time : ০৭:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / 150
শাহিন রাজা, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিতে পোষ্য কোটায় শর্ত শিথিলের দাবীতে পাঁচঘন্টা কর্মবিরতি অব্যাহত রেখেছে কর্মকর্তারা। মঙ্গলবার(৮ আগস্ট) টানা চতুর্থ দিনের মতো পাঁচঘন্টা এ কর্মবিরতি পালন করেন তারা।
এর আগে ২৬জুলাই থেকে দুই ঘন্টার কর্মবিরতি কর্মসূচি পালন করলেও গত শনিবার থেকে পাঁচঘন্টার কর্মবিরতি শুরু করেন তারা।
জানা যায়, যেকোন শিক্ষার্থীদের ভর্তির আবেদন করতে ন্যুনতম ৩০ নম্বর পেতে হবে। কোটাধারীদের জন্য একই শর্ত রাখা হয়েছে৷ তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা থাকলেই তাদের ভর্তির দাবি জানান তারা।
এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলম বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলতেই থাকবে। প্রশাসন থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
প্রসঙ্গত, এর আগে গত সোমবার(৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন কর্মকর্তারা। এদিন তারা পোষ্য কোটায় আবেদনের যোগ্যতা কমানো, কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল, পদোন্নতি ও সুযোগ-সুবিধাসহ ১২ দফা দাবি তুলে ধরেন।