ভৈরব-ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক
- Update Time : ১২:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / 170
জেলা প্রতিনিধি
বাজিতপুরের সরারচর রেল স্টেশনে লাইনচ্যুত কিশোরগঞ্জ এক্সপ্রেসের দুটি বগি উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুপুর দুইটা থেকে ওই রুটে রেল চলাচল বন্ধ থাকে।
সরারচর রেলওয়ে স্টেশন মাস্টার মো. সেলিম জানান, দুপুরে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে ঢোকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতি ট্রেনটিও একই স্টেশনে পৌঁছায়। এসময় দুটি ট্রেনের পয়েন্ট পরিবর্তন করতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।
তিনি জানান, এতে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের যাত্রা বাতিল করা হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ইঞ্জিন সন্ধ্যার পর উদ্ধার তৎপরতা শুরু করে। রাত ১২টার দিকে ট্রেনের লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করা হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, সোমবার সকাল ছয়টায় ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন যথারীতি চলবে।