রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় একজনের ফাঁসি

  • Update Time : ১০:৫৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / 151

জেলা প্রতিনিধি

রাজবাড়ীতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সাইফুল ইসলাম রিপন হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল পত্তনদার রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। এছাড়াও এ মামলায় অন্য ১২ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

খালাসপ্রাপ্তরা হলেন তমসের সরদার, মো. আশরাফ হোসেন, হারুন অর রশিদ, মো. ইয়াছিন, শহিদ শেখ, আমজাদ প্রামাণিক, সুজন প্রামাণিক, মো. রাকিব উদ্দিন, মো. রাজা প্রামাণিক, মো. শমশের আলী, মো. আসাদ ও ইউসুফ মণ্ডল।

মামলা সুত্রে জানা গেছে, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রাত পৌনে তিনটার সময় দৌলতদিয়া যৌনপল্লির কল্পনা বাড়িওয়ালীর বাড়ির গেটে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহন মণ্ডলের ছেলে সাইফুল ইসলাম মণ্ডলকে গুলি করে হত্যা করা হয়।

পরদিন রিপনের মামা মো. খলিল বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৮-১০ জনের কথা উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৩ জনের নাম উল্লেখ করে চার্জশিট দেয়।

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট আশরাফুল হাসান আশা বলেন, আদালত প্রায় ৯ বছর পর এই হত্যা মামলাটির একটি সুন্দর রায় দিয়েছে। দোষী ব্যক্তির সাজা হয়েছে আর নির্দোষরা খালাস পেয়েছে।

নিহত রিপনের বাবা মোহন মণ্ডল বলেন, এ রায়ে তিনি সন্তুষ্ট নন। সঠিক বিচারের দাবীতে তিনি উচ্চ আদালতে আপিল করবেন।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি এডভোকেট উজির আলী শেখ বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে এ মামলায় একজনের ফাঁসি আর ১২ জনকে খালাস দিয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি।

Tag :

Please Share This Post in Your Social Media


রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় একজনের ফাঁসি

Update Time : ১০:৫৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

জেলা প্রতিনিধি

রাজবাড়ীতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সাইফুল ইসলাম রিপন হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল পত্তনদার রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। এছাড়াও এ মামলায় অন্য ১২ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

খালাসপ্রাপ্তরা হলেন তমসের সরদার, মো. আশরাফ হোসেন, হারুন অর রশিদ, মো. ইয়াছিন, শহিদ শেখ, আমজাদ প্রামাণিক, সুজন প্রামাণিক, মো. রাকিব উদ্দিন, মো. রাজা প্রামাণিক, মো. শমশের আলী, মো. আসাদ ও ইউসুফ মণ্ডল।

মামলা সুত্রে জানা গেছে, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রাত পৌনে তিনটার সময় দৌলতদিয়া যৌনপল্লির কল্পনা বাড়িওয়ালীর বাড়ির গেটে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহন মণ্ডলের ছেলে সাইফুল ইসলাম মণ্ডলকে গুলি করে হত্যা করা হয়।

পরদিন রিপনের মামা মো. খলিল বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৮-১০ জনের কথা উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৩ জনের নাম উল্লেখ করে চার্জশিট দেয়।

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট আশরাফুল হাসান আশা বলেন, আদালত প্রায় ৯ বছর পর এই হত্যা মামলাটির একটি সুন্দর রায় দিয়েছে। দোষী ব্যক্তির সাজা হয়েছে আর নির্দোষরা খালাস পেয়েছে।

নিহত রিপনের বাবা মোহন মণ্ডল বলেন, এ রায়ে তিনি সন্তুষ্ট নন। সঠিক বিচারের দাবীতে তিনি উচ্চ আদালতে আপিল করবেন।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি এডভোকেট উজির আলী শেখ বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে এ মামলায় একজনের ফাঁসি আর ১২ জনকে খালাস দিয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি।