শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকীতে ইবি ছাত্রলীগের দোয়া-মাহফিল
- Update Time : ০৯:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / 195
শাহিন রাজা, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় শহীদ জিয়াউর রহমান হল মসজিদে এ দোয়া-মাহফিলের আয়োজন করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সংগঠনটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ কামালসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা হয়। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরাসহ অন্যান্যরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহীদ জিয়াউর রহমান হল মসজিদের ইমাম বেলায়েত হোসেন।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, শেখ কামাল বহুমুখী প্রতিভার অধিকারী এবং সজ্জন ব্যক্তি ছিলেন। তাকে হারানোর মাধ্যমে বাঙালি হারিয়েছে একটি উজ্জ্বল নক্ষত্র।
প্রসঙ্গত, শহীদ শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধে যেমন অস্ত্র ধরেছেন, তেমনি সংগীত, নাটক, ক্রীড়া, সামাজিক কাজেকর্মে অনুকরণীয় দৃষ্ঠান্ত রেখে গেছেন। সৃজনশীল ক্রীড়া ও সাংস্কৃতিক এই ব্যক্তিত্ব ১৯৭৫ সালে ১৫ আগস্ট কালরাতে পাকিস্তানি হানাদারদের বুলেটের নির্মম আঘাতে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাৎ বরণ করেন।