নাটোরে যুবলীগ সম্পাদকের কব্জি কর্তন, আহত ৪
- Update Time : ১২:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / 112
জেলা প্রতিনিধি
নাটোরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পুর্ব বিরোধের জেরে ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মিঠুন আলীর (৩৩) কব্জি কেটে দিয়েছে প্রতিপক্ষ। এসময় আরও ৪ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। বিরোধের জেরে গত দুমাস আগে একইভাবে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নান্নু শেখকে কুপিয়ে জখম করা হয়।
রোববার রাত ১০টার দিকে শহরের বলারিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত মিঠুন আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরমান আলী (২৯),বকুল মিয়া (৩৬), জাহেদুল (৩৪) ও আব্দুল্লাহ রাব্বিকে (২৭) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, ৩নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মিঠুন আলী রোববার রাত ১০টার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকার ব্যবসায়ীক চেম্বার থেকে কয়েকজন সমর্থকসহ মোটরসাইকেলে করে বলাপাড়া এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। তারা বলারিপাড়া রাজারপুকুর এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রে সজ্জিত ২০-২৫ জন যুবক মিঠুন আলীসহ তার সমর্থকদের ওপর চড়াও হয়।
এসময় হামলাকারীরা চোখে পানি ও মরিচের গুড়া ছুড়ে দিয়ে মিঠুনকে এলোপাতারি কোপাতে থাকে। এসময় অন্যরা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। হামলাকারীরা মিঠুনের একটি হাতের কব্জি কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়ে চলে যায়।
আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মিঠুনসহ আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য নিয়ে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখের সাথে মিঠুন আলীর বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত দুমাস আগে একইভাবে নান্নু শেখকে কুপিয়ে জখম করা হয়। আহত নান্নু শেখ এখনও ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে অনেকেই মনে করছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, এই হামলার ঘটনাটি এলাকার আধিপত্য নিয়ে। এর সাথে আওয়ামী লীগের কোন সংশ্লিষ্টতা নেই। এলাকার আধিপত্য নিয়ে ইতিপুর্বে গত ১৬ এপ্রিল মিঠুন আলী ও তার সমর্থকরা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখের ওপর হামলা করে কুপিয়ে জখম করে। প্রায় পঙ্গুত্ব বরণকারী নান্নু শেখ এখনও ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই ঘটনার জেরে মিঠুনের ওপর এমন হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এ ধরনের কোন ঘটনাকেই আওয়ামী লীগ সমর্থন করেনা। এঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। যারা এই সহিংস ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
নাটোর সদর থানার ওসি তদন্ত আবুল কালাম বলেন, এলাকার আধিপত্য নিয়ে পুর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশী অভিযান শুরু হয়েছে।