যবিপ্রবির বাস চালক ফারুক হোসেনের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ
- Update Time : ০৭:৩২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / 179
মোস্তফা গালিব(যবিপ্রবি প্রতিনিধি):
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তরের বাস চালক মোঃ ফারুক হোসেন (৩৬) মারা গেছেন। গতকাল বুধবার(৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
তিনি দীর্ঘদিন দুই কিডনি বিকল,ডায়বেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।ফারুক হোসেন যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কায়েতখালী গ্রামের মৃত তমছের আলীর পুত্র।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর যশোর শহরের নিউমার্কেটে প্রথম এবং বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে তাঁর গ্রামের বাড়ি কায়েতখালী সমাহিত করা হয়।
এদিকে মো: ফারুক হোসেনের মৃত্যুর খবর শোনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অজস্র আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দেখা যায়। যবিপ্রবির বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সমিতি, সাংবাদিক সমিতি ও ছাত্রলীগ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্নভাবে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।