ভারী বর্ষণে দেশের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা

  • Update Time : ১১:০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
  • / 131

নিজস্ব প্রতিবেদকঃ

উজানে এবং দেশের ভেতরে গত তিনদিনের টানা ভারী বর্ষণে দেশের নদ-নদীর পানির স্তর ওপরে উঠে যাওয়ায় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

এই বৃষ্টি ধারাবাহিকভাবে হলে দেশের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী থেমে থেমে বৃষ্টি চলবে আরও কয়েকদিন।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বন্যা পূর্বাভাসে বলা হয়, এসময় এ অঞ্চলের কতিপয় নদী যেমন–সুরমা, কুশিয়ারা, যদুকাটা, সারিগোয়াইন, সোমেশ্বরীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

তবে ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা নদনদীগুলোর পানি কমছে। অপরদিকে গঙ্গা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র।

এদিকে, এদিকে আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media


ভারী বর্ষণে দেশের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা

Update Time : ১১:০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

উজানে এবং দেশের ভেতরে গত তিনদিনের টানা ভারী বর্ষণে দেশের নদ-নদীর পানির স্তর ওপরে উঠে যাওয়ায় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

এই বৃষ্টি ধারাবাহিকভাবে হলে দেশের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী থেমে থেমে বৃষ্টি চলবে আরও কয়েকদিন।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বন্যা পূর্বাভাসে বলা হয়, এসময় এ অঞ্চলের কতিপয় নদী যেমন–সুরমা, কুশিয়ারা, যদুকাটা, সারিগোয়াইন, সোমেশ্বরীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

তবে ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা নদনদীগুলোর পানি কমছে। অপরদিকে গঙ্গা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র।

এদিকে, এদিকে আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।