সিন্ডিকেট করলে কাঁচা চামড়া রফতানি করা হবে: বাণিজ্যমন্ত্রী

  • Update Time : ০৭:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
  • / 150

নিজস্ব প্রতিবেদকঃ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এরপরও ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে মৌসুমি ব্যবসায়ীদের ঠকালে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেয়া হবে।

বুধবার রংপুরের চিকলি পার্কের লেকভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধসহ অসাধু ব্যবসায়ীদের রুখতে নজরদারি রাখবে প্রশাসন। ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকা। তবে গরুর চামড়ার দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে খাসি ও বকরির চামড়ার দাম।

চামড়ার ন্যায্যমূল্য পেতে লবণ লাগিয়ে সাত-আটদিন সংরক্ষণের পরামর্শ দিয়ে তিনি বলেন, চামড়ার ন্যায্যমূল্য প্রাপ্তিতে এক সপ্তাহ ঢাকায় চামড়া ঢোকা বন্ধ করা হয়েছে।
নিত্যপণ্যের দাম কমাতে সরকার কাজ করছে বলেও জানান টিপু মুনশি।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


সিন্ডিকেট করলে কাঁচা চামড়া রফতানি করা হবে: বাণিজ্যমন্ত্রী

Update Time : ০৭:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এরপরও ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে মৌসুমি ব্যবসায়ীদের ঠকালে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেয়া হবে।

বুধবার রংপুরের চিকলি পার্কের লেকভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধসহ অসাধু ব্যবসায়ীদের রুখতে নজরদারি রাখবে প্রশাসন। ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকা। তবে গরুর চামড়ার দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে খাসি ও বকরির চামড়ার দাম।

চামড়ার ন্যায্যমূল্য পেতে লবণ লাগিয়ে সাত-আটদিন সংরক্ষণের পরামর্শ দিয়ে তিনি বলেন, চামড়ার ন্যায্যমূল্য প্রাপ্তিতে এক সপ্তাহ ঢাকায় চামড়া ঢোকা বন্ধ করা হয়েছে।
নিত্যপণ্যের দাম কমাতে সরকার কাজ করছে বলেও জানান টিপু মুনশি।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।