আসতে শুরু করেছে আদানির দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ

  • Update Time : ০৫:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • / 116

নিজস্ব প্রতিবেদকঃ

ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকেও বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের এই ইউনিটটির উৎপাদনক্ষমতা ৮০০ মেগাওয়াট।

দ্বিতীয় ইউনিটের সরবরাহ শুরুর মাধ্যমে ১৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করলো আদানি গ্রুপ। বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী সেখান থেকে বিদ্যুৎ আমদানি করতে পারবে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ পাঠানোর কথা জানিয়েছে ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিটি। এতে বলা হয়েছে, আদানি পাওয়ার লিমিটেড (এপিএল) ঝাড়খণ্ডের গোড্ডা জেলার আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কার্যক্রম চালু হয়েছে।

সেখান থেকে বাংলাদেশ সময় রোববার রাত ১২টায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। দুই দেশের মধ্যে নির্ভরযোগ্যতা পরীক্ষা (রিলায়বিলিটি রান টেস্ট) সফলভাবে শেষ হওয়ার পরই এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।

বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ২০১৭ সালের নভেম্বর মাসে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর সাথে ২৫ বছরের চুক্তি করে আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড (এপিজেএল)।

আদানির বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট আছে। গত এপ্রিলে প্রথম ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। সেখান থেকে ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে বাংলাদেশে।

চুক্তি অনুযায়ী, ১৬০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ।

Tag :

Please Share This Post in Your Social Media


আসতে শুরু করেছে আদানির দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ

Update Time : ০৫:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকেও বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের এই ইউনিটটির উৎপাদনক্ষমতা ৮০০ মেগাওয়াট।

দ্বিতীয় ইউনিটের সরবরাহ শুরুর মাধ্যমে ১৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করলো আদানি গ্রুপ। বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী সেখান থেকে বিদ্যুৎ আমদানি করতে পারবে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ পাঠানোর কথা জানিয়েছে ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিটি। এতে বলা হয়েছে, আদানি পাওয়ার লিমিটেড (এপিএল) ঝাড়খণ্ডের গোড্ডা জেলার আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কার্যক্রম চালু হয়েছে।

সেখান থেকে বাংলাদেশ সময় রোববার রাত ১২টায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। দুই দেশের মধ্যে নির্ভরযোগ্যতা পরীক্ষা (রিলায়বিলিটি রান টেস্ট) সফলভাবে শেষ হওয়ার পরই এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।

বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ২০১৭ সালের নভেম্বর মাসে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর সাথে ২৫ বছরের চুক্তি করে আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড (এপিজেএল)।

আদানির বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট আছে। গত এপ্রিলে প্রথম ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। সেখান থেকে ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে বাংলাদেশে।

চুক্তি অনুযায়ী, ১৬০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ।