কূটনৈতিক মিশন চালুর ঘোষণা আরব আমিরাত-কাতারের

  • Update Time : ১২:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • / 103

আন্তর্জাতিক ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাদের নিজ নিজ কূটনৈতিক মিশন চালুর ঘোষণা দিয়েছে। দোহার আঞ্চলিক অবরোধের ছয় বছর পর সোমবার দুই দেশ এই ঘোষণা দেয়।

প্রায় চার বছরের কূটনৈতিক ও পরিবহন অবরোধের পর সম্পদ সমৃদ্ধ এই দুই দেশ ২০২১ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক সম্পর্ক পুনরায় শুরু করে।

ইউএই’র সরকারি বার্তা সংস্থা ওয়ামের এক বিবৃতিতে বলা হয়েছে,‘সংযুক্ত আরব আমিরাত ও কাতার দু’দেশের মধ্যে কূটনৈতিক প্রতিনিধিত্ব পুনরায় চালুর ঘোষণা দিয়েছে।’KSRM
এতে আরও বলা হয়, উভয়পক্ষ দোহায় আমিরাত দূতাবাস ও আবুধাবিতে কাতারের দূতাবাসে পুনরায় কাজ শুরু করছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই বিবৃতি প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার একে ‘আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে আমাদের অংশীদারদের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন।

উল্লেখ্য, সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও মিশর চরমপন্থী সংস্থাগুলোকে সমর্থন ও ইরানের সাথে ঘনিষ্ঠতার অভিযোগে ২০১৭ সালে কাতারের ওপর কূটনৈতিক ও পরিবহন অবরোধ আরোপ করে।

যদিও কাতার এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

Tag :

Please Share This Post in Your Social Media


কূটনৈতিক মিশন চালুর ঘোষণা আরব আমিরাত-কাতারের

Update Time : ১২:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাদের নিজ নিজ কূটনৈতিক মিশন চালুর ঘোষণা দিয়েছে। দোহার আঞ্চলিক অবরোধের ছয় বছর পর সোমবার দুই দেশ এই ঘোষণা দেয়।

প্রায় চার বছরের কূটনৈতিক ও পরিবহন অবরোধের পর সম্পদ সমৃদ্ধ এই দুই দেশ ২০২১ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক সম্পর্ক পুনরায় শুরু করে।

ইউএই’র সরকারি বার্তা সংস্থা ওয়ামের এক বিবৃতিতে বলা হয়েছে,‘সংযুক্ত আরব আমিরাত ও কাতার দু’দেশের মধ্যে কূটনৈতিক প্রতিনিধিত্ব পুনরায় চালুর ঘোষণা দিয়েছে।’KSRM
এতে আরও বলা হয়, উভয়পক্ষ দোহায় আমিরাত দূতাবাস ও আবুধাবিতে কাতারের দূতাবাসে পুনরায় কাজ শুরু করছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই বিবৃতি প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার একে ‘আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে আমাদের অংশীদারদের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন।

উল্লেখ্য, সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও মিশর চরমপন্থী সংস্থাগুলোকে সমর্থন ও ইরানের সাথে ঘনিষ্ঠতার অভিযোগে ২০১৭ সালে কাতারের ওপর কূটনৈতিক ও পরিবহন অবরোধ আরোপ করে।

যদিও কাতার এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।