ঢাবির সূর্যসেন হলের ৪ শিক্ষার্থীকে জোরপূর্বক হলছাড়া করার অভিযোগ
- Update Time : ০১:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / 212
জাননাহ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলের ৪ শিক্ষার্থীকে মারধর করে হলছাড়া করার অভিযোগ উঠেছে হল ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীদের থেকে জোরপূর্বক মুচলেকা আদায় করা হয়েছে বলেও জানা গেছে।
গতকাল মঙ্গলবার (২৩ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ছাত্রত্ব শেষ হওয়া এক শিক্ষার্থীকে রুম থেকে বের করে দেওয়াকে কেন্দ্র করে হল শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সিয়াম রহমানের নেতৃত্বে তাদের কক্ষে ডেকে নিয়ে মারধর, জেরা ও শেষে ‘মুচলেকা’ নিয়ে হল থেকে বের করে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন- হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হামিদ কারজাই, যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদ জামান অভি, আব্দুল আহাদ, আপ্যায়ন সম্পাদক মাজহারুল ইসলাম নীরব ও উপ-আইন সম্পাদক মুহাম্মদ তালহা।
আর ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আলম বাদশা, একই বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী লুৎফুর রহমান, মনোবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের আল আমীন ও আরবি বিভাগের একই সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান।
মারধর শিকার হওয়া শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এখনো পর্যন্ত তারা হলের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী আলম বাদশা অভিযোগ করেন, হলের ২০১৩-১৪ সেশনের অবৈধ ছাত্র সুমন আহমেদের মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে সূর্য সেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান আমাদের গতকাল বিকেল ৩টায় তার রুমে ডেকে নেন। এরপর অকথ্য ভাষায় আমাদের গালিগালাজ করেন তিনি।
তিনি বলেন, এসময় সিয়াম ও তার সহযোগী আহাদ, হামিদ কারজাই মিলে আমাদের ফোন চেক করাসহ ফেসবুকে ডিটেইলস দেখেন। তবে তারা আমাদের কাছে কোনো ধরনের অনৈতিক তথ্য পায়নি। তারা আমাদের সবাইকে ৩ থেকে ৪ ঘণ্টা ধরে শারীরিকভাবে নির্যাতন করেন। এছাড়া আমাদের এসময় তারা স্ট্যাম্প দিয়ে পিঠে এবং পায়ে প্রচণ্ড আঘাত করেন।
তিনি আরও বলেন, সিয়াম রহমান আমাদের কাছ থেকে জোরপূর্বক সরকার বিরোধী মুচলেকা নেন এই বলে যে, আমরা বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত নই। আমি নাকি রুমের বড় ভাইকে অন্যায়ভাবে বের করে দিয়েছি এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে একমত নই। আমার এরকম পোস্ট হলের বড় ভাইরা জানার পর হল থেকে বের করে দেন। এছাড়া আমি নাকি সজ্ঞানে হল থেকে বের হয়ে যাচ্ছি। মুচলেকা নেওয়া শেষে রাত ৮টার পর তারা আমাদের ছেড়ে দেন। এরপর থেকে আমরা হলের বাইরেই অবস্থান করছি।
এ বিষয়ে আজ হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়ে সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন আলম বাদশা।
অভিযোগের বিষয়ে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান বলেন, ছাত্রলীগের নাম করে জোরপূর্বক একজনকে বের করে দিতে চাইলে আমি তাদের রুমে ডেকে কথা বলি। কেন ছাত্রলীগের নাম ব্যবহার করে তারা একজনকে বের করে দিচ্ছেন এবং বিভিন্ন সময় হলে মেহমান নিয়ে আসার বিষয়ে জানতে চাই। পরে তাদের ফেসবুকে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ করা একটি পোস্ট দেখা যায়। এ কারণে তাদের ভয় দেখানোর জন্য শুধুমাত্র একটি চড় মেরেছি তার গালে। এর বাইরে আর কেউ হাত তুলেনি।
জোরপূর্বক মুচলেকার বিষয়ে তিনি বলেন, তাদের আমি নিজেই হলে তুলেছি। তাদের মধ্যে তিনজন পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ করার কারণে নিজ থেকেই হল থেকে বের হয়ে যাওয়ার কথা বলেন। যাতে পুলিশি ঝামেলা বা কোনো ধরনের মারধরের শিকার হতে না হয়। পরে স্বেচ্ছায় তারা লিখিত দেন এই বলে যে, তাদের আমরা বের করে দেইনি। কিন্তু এখন তারা আমাদের নামে মিথ্যাচার করছেন।
এখন পর্যন্ত কারো লিখিত অভিযোগ পান নি বলে জানিয়েছেন সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখতে চেয়েছেন তিনি।