ঢাবিতে ছাত্রলীগের উদ্যোগে রিকশাভাড়া নির্ধারণ ; রিকশাচালকের জন্য থাকবে নির্ধারিত পোশাক

  • Update Time : ১২:০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • / 143

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে রিকশাভাড়া নির্ধারণ করা হয়েছে। রিকশাচালকদের সঙ্গে আলোচনা করে তালিকা প্রস্তুত করা হয়েছে।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানের কাছে এ তালিকা জমা দেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। আগামী রোববার(২১ মে) থেকে নির্ধারিত রিকশাভাড়া কার্যকর হবে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে সর্বোচ্চ ৫৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। এ ছাড়া প্রাথমিকভাবে ১০০ জন রিকশাচালকের জন্য পোশাক নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা আরও বাড়ানো হবে।

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ডাকসু সদস্য থাকাকালে আমরা রিকশাভাড়া নির্ধারণ করে দিয়েছিলাম। কিন্তু করোনা মহামারির কারণে সেটি সম্ভব হয়নি। এখন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সেই কাজটি আবার করতে যাচ্ছি।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডাকসুতে নির্বাচিত হওয়ার পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রিকশাচালকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশাভাড়া নির্ধারণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। তারই অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা লাগানো হয় এবং রিকশা রাখার জন্য ১৬টি জোন নির্ধারণ করা হয়। ২০২০ সালের ১৫ মার্চ থেকে এই কার্যক্রমটি শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু তখনই করোনা মহামারি দেখা দেয়। করোনা মহামারির উদ্ভূত বৈশ্বিক সংকট বিবেচনায় ক্যাম্পাস প্রায় দুবছরের জন্য বন্ধ হয়ে যায়। ফলে রিকশাভাড়া নির্ধারণ কার্যক্রমটি তখন আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়নি। তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রিকশাভাড়া নির্ধারণের কার্যক্রমটি আবার চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়। সেই লক্ষ্যে রিকশাচালক ও শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে রিকশাভাড়া নির্ধারণ করা হলো।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবিতে ছাত্রলীগের উদ্যোগে রিকশাভাড়া নির্ধারণ ; রিকশাচালকের জন্য থাকবে নির্ধারিত পোশাক

Update Time : ১২:০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে রিকশাভাড়া নির্ধারণ করা হয়েছে। রিকশাচালকদের সঙ্গে আলোচনা করে তালিকা প্রস্তুত করা হয়েছে।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানের কাছে এ তালিকা জমা দেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। আগামী রোববার(২১ মে) থেকে নির্ধারিত রিকশাভাড়া কার্যকর হবে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে সর্বোচ্চ ৫৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। এ ছাড়া প্রাথমিকভাবে ১০০ জন রিকশাচালকের জন্য পোশাক নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা আরও বাড়ানো হবে।

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ডাকসু সদস্য থাকাকালে আমরা রিকশাভাড়া নির্ধারণ করে দিয়েছিলাম। কিন্তু করোনা মহামারির কারণে সেটি সম্ভব হয়নি। এখন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সেই কাজটি আবার করতে যাচ্ছি।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডাকসুতে নির্বাচিত হওয়ার পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রিকশাচালকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশাভাড়া নির্ধারণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। তারই অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা লাগানো হয় এবং রিকশা রাখার জন্য ১৬টি জোন নির্ধারণ করা হয়। ২০২০ সালের ১৫ মার্চ থেকে এই কার্যক্রমটি শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু তখনই করোনা মহামারি দেখা দেয়। করোনা মহামারির উদ্ভূত বৈশ্বিক সংকট বিবেচনায় ক্যাম্পাস প্রায় দুবছরের জন্য বন্ধ হয়ে যায়। ফলে রিকশাভাড়া নির্ধারণ কার্যক্রমটি তখন আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়নি। তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রিকশাভাড়া নির্ধারণের কার্যক্রমটি আবার চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়। সেই লক্ষ্যে রিকশাচালক ও শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে রিকশাভাড়া নির্ধারণ করা হলো।