ঘূর্ণিঝড় মোখা: ৬ বোর্ডের সোমবারের এসএসসি পরীক্ষাও স্থগিত

  • Update Time : ০৭:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • / 186

নিজস্ব প্রতিবেদকঃ

৬ বোর্ডের সোমবারের এসএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’-এর কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষা ২০২৩-এর কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৪ ও ১৫ তারিখ (রবিবার ও সোমবার) অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হলো।’

এতে আরও বলা হয়, অন্যান্য বোর্ডের ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

এর আগে গতকাল পাঁচ বোর্ডের রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


ঘূর্ণিঝড় মোখা: ৬ বোর্ডের সোমবারের এসএসসি পরীক্ষাও স্থগিত

Update Time : ০৭:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

৬ বোর্ডের সোমবারের এসএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’-এর কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষা ২০২৩-এর কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৪ ও ১৫ তারিখ (রবিবার ও সোমবার) অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হলো।’

এতে আরও বলা হয়, অন্যান্য বোর্ডের ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

এর আগে গতকাল পাঁচ বোর্ডের রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে জানানো হয়।