‘পারিশ্রমিক বাড়ানোর কথা বললে কাজই পাওয়া যাবেনা’

  • Update Time : ১১:২৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / 109

নিজস্ব প্রতিবেদকঃ

নিত্যপণ্যের উর্ধগতিতে কষ্টে আছে কারওয়ান বাজারের দিনমজুররা। তারপরও মজুরী বাড়ানোর দাবি করতে পারছে না ভয়ে। তার বলছেন, পারিশ্রমিক বাড়ানোর কথা বললে কাজই পাওয়া যাবেনা। তারচেয়ে এইই ভালো।

কারওয়ান বাজারের টুকরি শ্রমিক মোজাফ্ফর গাজী। বয়স ষাটের কাছাকাছি। অভাবের সংসারের হাল ধরতে খুলনার পাইকগাছা থেকে ১৫ বছর আগে ঢাকায় আসেন। সেই থেকে টুকরি শ্রমিক বা মিনতি শ্রমিক গাজী। সকাল থেকে রাত পর্যন্ত মালামাল পৌঁছে দেন তিনি।

কারওয়ান বাজার প্রায় দুশো টুকরি শ্রমিকদের অনেকেরই টুকরি নেই। এক ধরনের মহাজন আছে যাদের ৫০-৬০ টি করে টুকরি আছে। এসব টুকরি প্রতি রাতে ৩০ টাকা করে ভাড়া দিতে হয়। ঘরে শোবার জন্য প্রতিদিন ৩০ টাকা আর ৩ বেলা খাবারে চলে যায় ৩০০ টাকা।

”একটা টুকরির দাম এক হাজার টাকা, কেনার সামর্থ নেই তাই ভাড়ায় টুকরি নিতে হয়।” বলেন গাজী।

জীবনযাপনের ব্যায় বাড়লেও পারিশ্রমিক বাড়ানোর দাবি কেন করছেন না?- এমন প্রশ্নের উত্তরে কাজ হারানো শঙ্কার কথা জানালেন তিনি।

গাজীর সংসারের সদস্য ৬ জন। এক মেয়ের বিয়ে দিয়েছেন। আরেক মেয়ের বিয়ের খরচ যুগানোর চিন্তায় অনেকটাই দিশেহারা তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


‘পারিশ্রমিক বাড়ানোর কথা বললে কাজই পাওয়া যাবেনা’

Update Time : ১১:২৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

নিত্যপণ্যের উর্ধগতিতে কষ্টে আছে কারওয়ান বাজারের দিনমজুররা। তারপরও মজুরী বাড়ানোর দাবি করতে পারছে না ভয়ে। তার বলছেন, পারিশ্রমিক বাড়ানোর কথা বললে কাজই পাওয়া যাবেনা। তারচেয়ে এইই ভালো।

কারওয়ান বাজারের টুকরি শ্রমিক মোজাফ্ফর গাজী। বয়স ষাটের কাছাকাছি। অভাবের সংসারের হাল ধরতে খুলনার পাইকগাছা থেকে ১৫ বছর আগে ঢাকায় আসেন। সেই থেকে টুকরি শ্রমিক বা মিনতি শ্রমিক গাজী। সকাল থেকে রাত পর্যন্ত মালামাল পৌঁছে দেন তিনি।

কারওয়ান বাজার প্রায় দুশো টুকরি শ্রমিকদের অনেকেরই টুকরি নেই। এক ধরনের মহাজন আছে যাদের ৫০-৬০ টি করে টুকরি আছে। এসব টুকরি প্রতি রাতে ৩০ টাকা করে ভাড়া দিতে হয়। ঘরে শোবার জন্য প্রতিদিন ৩০ টাকা আর ৩ বেলা খাবারে চলে যায় ৩০০ টাকা।

”একটা টুকরির দাম এক হাজার টাকা, কেনার সামর্থ নেই তাই ভাড়ায় টুকরি নিতে হয়।” বলেন গাজী।

জীবনযাপনের ব্যায় বাড়লেও পারিশ্রমিক বাড়ানোর দাবি কেন করছেন না?- এমন প্রশ্নের উত্তরে কাজ হারানো শঙ্কার কথা জানালেন তিনি।

গাজীর সংসারের সদস্য ৬ জন। এক মেয়ের বিয়ে দিয়েছেন। আরেক মেয়ের বিয়ের খরচ যুগানোর চিন্তায় অনেকটাই দিশেহারা তিনি।