ঢাকা কলেজস্থ সাভার ছাত্রকল্যাণের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ১১:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / 341
ঢাকা কলেজ প্রতিনিধি
“মিলি মুক্তির আনন্দে, উদ্ভাসিত হই ত্যাগের মহিমায়”
এই স্লোগানকে সামনে রেখে ঢাকা কলেজস্থ সাভার ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
১০ এপ্রিল বিকেল ৫ টায় সাভার এনাম মেডিকেল কলেজের পাশে 50 AVE রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজস্থ সাভার ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলির সদস্য বৃন্দ। এছাড়াও ঢাকা কলেজের প্রাক্তন ছাত্ররা। উপস্থিত ছিলেন বিভিন্ন বর্ষের বর্তমান ছাত্ররা।
ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন আব্দুল আহাদ, প্রাক্তন ছাত্র ঢাকা কলেজ। মাগরিব নামাজের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপদেষ্টাসহ সিনিয়র(প্রাক্তন) ছাত্ররা কথা বলেন। বক্তৃতায় তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনাসহ সাংগঠনিক কাঠামোকে মজবুত করতে নেতৃবৃন্দের প্রতি পরামর্শ প্রদান করেন।
পরিষদের সভাপতি এম এম সম্রাট( ইংরেজি বিভাগ:২০১৭-১৮), সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ:২০১৮-১৯), সিনিয়র সহ সভাপতি হিমেল(অর্থনীতি বিভাগ:২০১৭-১৮), ছাত্রদের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
বক্তব্যে সবার একটি দাবি, সাভার থেকে যে ছাত্ররা ঢাকা কলেজে পড়াশোনা করেন তাদের পরিবহন সমস্যার সমাধান।
তাছাড়াও বিভিন্ন দিকনির্দেশনা, পরামর্শ, সংগঠনের গুরুত্বসহ অনেক দিক তুলে ধরেন সংগঠনের সভাপতি।
এছাড়াও প্রতিমাসেই ভিন্ন ভিন্ন অনুষ্ঠান যেমন নবীন বরণ, নতুন ছাত্রদের কে যুক্তকরা ,মাসিক সভা, ইফতার পার্টি, ঈদ পুনর্মিলনী, পড়াশোনায় মানোন্নয়ন বিষয়ক কর্মশালা, পাঠচক্র খেলাধুলা, শিক্ষা সফর, সৃজনশীল মেধা যাচাই কুইজ প্রতিযোগিতা সহ ইত্যাদির আয়োজন করে থাকে ঢাকা কলেজস্থ সাভার ছাত্র কল্যাণ পরিষদ।
ছাত্রদের কল্যাণে প্রাণের সংগঠন এগিয়ে যাক বহুদুর, এই আশাবাদ ব্যক্ত করেন সকলে।