কুবিতে ‘ছায়া জাতিসংঘ সংস্থা’র নতুন কমিটি
- Update Time : ১১:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / 203
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সংগঠন ‘ছায়া জাতিসংঘ সংস্থা’র ২০২৩-২৪ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ২৪ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান আহমেদ আবির, এবং একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান ভুঁইয়া সাধারণ সম্পাদক। শুক্রবার (২৪ মার্চ) এ কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মাইনুদ্দিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ রিজবান ফাহিম, হেড অব একাডেমিকস হাসান মাহতাব মাহিন, জয়েন্ট হেড অব একাডেমিকস ইমতিয়াজ আহমেদ ছিন্ময়, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন ফয়সাল আলম, জয়েন্ট হেড অব অ্যাডমিনিস্ট্রেশন শাহারিয়া আলম, হেড অব ইভেন্টস আরিফা আকতার তানজিনা, জয়েন্ট হেড অব ইভেন্ট আনিকা তাহসিন ইল্লিন, হেড অব মিডিয়া অ্যান্ড ডক্যুমেন্টেশন ফাহমিদা তাসনিম তিন্নি, জয়েন্ট হেড অব মিডিয়া অ্যান্ড ডক্যুমেন্টেশন ফাদিয়া মোশারাত।
এছাড়া হেড অব ক্রিয়েটিভ আর্টস নুসরাত জাহান চৌধুরী নয়ন, জয়েন্ট হেড অব ক্রিয়েটিভ আর্টস তাসমিয়া মাহমুদ, হেড অব পাবলিকেশন্স সামিন সাদী, জয়েন্ট হেড অব পাবলিকেশন্স নুসরাত জাহান মিতু, হেড অব পাবলিক রিলেশন্স প্রকাশ পাল, জয়েন্ট হেড অব পাবলিক রিলেশন্স সুস্মিতা রানী পাল, হেড অব ডেলিগেট আ্যাফেয়ার্স কাজী সাদিয়া মোন্নাফ, জয়েন্ট হেড অব ডেলিগেট অ্যাফেয়ার্স আনিকা তাবাসসুম সাদিয়া, জুনিয়র এক্সিকিউটিভ জেসমিন জোশি এবং শফিকুল ইসলাম।
উল্লেখ্য, ২৪ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার চতুর্থ পূর্নাঙ্গ কমিটি।