সাংবাদিকদের ওপর পুলিশি হামলা মানবাধিকার লঙ্ঘনের নির্মম দৃষ্টান্ত : ডুজা
- Update Time : ০৯:৫২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
- / 142
জাননাহ, ঢাবি প্রতিনিধি
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর পুলিশি হামলাকে মানবাধিকার লঙ্ঘনের নির্মম দৃষ্টান্ত বলে অভিহিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
পাশাপাশি এই হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার ডুজার সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলের স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এসব বলা হয় ।
উল্লেখ্য, গত বুধবার(১৬ মার্চ) দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের নগ্ন হামলার শিকার হয়েছেন অন্তত ১০ জন সাংবাদিক। বিনা কারণে সাংবাদিকদের ওপর এ নির্মম হামলা চালানো হয় ।
হামলায় গুরুতর আহত হয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আখতার এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে আরো আছেন প্রথম আলোর ফটোসাংবাদিক শুভ্র কান্তি দাশ, জাগোনিউজের জ্যেষ্ঠ সাংবাদিক ফজলুল হক, আজকের পত্রিকার সাংবাদিক নূর মোহাম্মদ,ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক জান্নাতুল ফেরদৌস, বৈশাখী টেলিভিশনের ক্যামেরাপারসন ইব্রাহিম হোসেন, এটিএন বাংলার ক্যামেরাপারসন হুমায়ুন কবির ও দৈনিক মানবজমিনের সাংবাদিক আবদুল্লাহ আল মারুফ।
পুলিশের এই হামলার ঘটনাকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে ডুজার বিবৃতিতে বলা হয়, দেশের সর্বোচ্চ আদালত চত্বরে পুলিশ যেভাবে সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, তা কোনো সভ্য সমাজে কাম্য হতে পারে না। এই ন্যক্কারজনক হামলা সম্পূর্ণ আইনবিরুদ্ধ।
এই ঘটনার মাধ্যমে দেশের সংবিধান স্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতাকে পদদলিত করা হয়েছে। এ ঘটনা একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের এক নির্মম দৃষ্টান্ত হয়ে থাকবে। অতীতে সাংবাদিক নির্যাতনের বিভিন্ন ঘটনায় কোনো বিচার বা প্রশাসনিক পদক্ষেপের উদাহরণ না থাকায় প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে চলেছে।
বিবৃতিতে ডুজার নেতারা আরও বলেন, তাঁরা সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর বেআইনি পুলিশি আক্রমণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছেন।
এ বিবৃতিতে সরকারের পক্ষ থেকে আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয় বহন করার পাশাপাশি তাঁদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি করেন ডুজার নেতারা।