ইবিতে সাইন্স অলিম্পিয়াড ও ট্রেজার হান্টিং ইভেন্ট
- Update Time : ০৭:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / 174
শাহিন রাজা, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো বিজ্ঞান চর্চা ও গবেষণা ভিত্তিক সংগঠন সাইন্স ক্লাব কতৃক ‘সাইন্স অলিম্পিয়াড ও ট্রেজার হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মার্চ) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান প্রযুক্তি অনুষদের সেমিনার কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।
দুই পর্বে অনুষ্ঠিত হয় সমগ্র ইভেন্টটি। এসময় প্রথমপর্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তিন পর্যায়ের শিক্ষার্থীরা সাইন্স অলিম্পিয়াডে অংশ নেয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগসহ কুষ্টিয়া ও ঝিনাইদহের মোট ২০টিরও অধিক শিক্ষাপ্রতিষ্ঠানের উপস্থিত শতাধিক শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান থেকে নানা কৌশলদীপ্ত প্রশ্ন করা হয়। এরপর তিন পর্যায়ের বিজয়ীদেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
দ্বিতীয় পর্বের ট্রেজার হান্ট প্রতিযোগীতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০ টি দলে ৪০ জন সদস্য অংশ নেয়। বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ট্রেজার হান্ট শুরু হয়। প্রোগাম স্পট থেকে প্রতি দলকে কিউআর কোডে একটি ক্লু দেয়া হয়। ক্লু থেকে বিভিন্ন টাস্ক সমাধান করে লুকিয়ে রাখা ট্রেজার খুঁজে বের করে । সর্বপ্রথম ট্রেজারের সন্ধান পেয়ে বিজয়ী হয়েছে ফার্মেসি বিভাগের মেটাফোর দল। এ দলের সদস্যরা হলেন দলনেতা উম্মে হাবিবা মাহিম, ইয়াসিন ইমন, জারিন ফিরদাউস ও রেহনুমা রহমান স্মৃতি। এসময় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
সংগঠনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও আইসিটি বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসানের সঞ্চালনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ইইই বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী ও বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আইসিটি বিভাগের অধ্যাপক ড. শরীফুল ইসলাম ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন প্রমুখ।
প্রসঙ্গত, বিজ্ঞানের গতিময়তায় নিজেদের সমুন্নত রাখতে এবং বিজ্ঞান মনস্ক জাতি গঠনে নিজেদের ও মানুষের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান প্রচার ও প্রসার ঘটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইবি সাইন্স ক্লাব। এছাড়াও বৈজ্ঞানিক ম্যাগাজিন ও জার্নাল প্রকাশ, বিজ্ঞানভিত্তিক সভা সেমিনার আয়োজন, সামাজিক সমস্যা চিহ্নিত করে বিজ্ঞানভিত্তিক বাখ্যা ও সমাধান, বিজ্ঞান চর্চার যথাযথ সুবিধা ও ক্ষেত্র তৈরি হলো সাইন্স ক্লাবের অন্যতম উদ্দেশ্য।