ঢাবি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পিটিই কোর্স করার সুযোগ দিচ্ছে ওস্তাদজী.কম

  • Update Time : ০১:১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 153

জাননাহ, ঢাবি প্রতিনিধি:

বিদেশে উচ্চশিক্ষার জন্য অপরিহার্য ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা পিটিই এর জন্য ৬০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ১২ হাজার ৫০০ টাকা মূল্যের কোর্সটি বিনামূল্যে করার সুযোগ দিচ্ছে ওস্তাদজী.কম।

আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এ কোর্স। শিক্ষার্থীদের জন্য ল্যাবে অনুশীলনের সুযোগও থাকবে ।

জানা গেছে, ৬৩২ জন ঢাবি শিক্ষার্থীদের মধ্য থেকে একটি অনলাইন সেশন ও সরাসরি ভাইভার মাধ্যমে ৬০ জনকে নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীদের ৪৫ জনকে অনলাইন ও ১৫ জনকে অফলাইনে সরাসরি প্রশিক্ষণ ল্যাবে পাঠদান করা হবে।

ওস্তাদজী.কমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুলিয়াস সিজার তালুকদার জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অনেকের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা রয়েছে। তবে প্রস্তুতি গ্রহণের জন্য যথাযথ সহযোগিতা অনেকেই পান না। আছে অর্থের সংকট, সঠিক পরামর্শদানের প্রতিষ্ঠান খুঁজে পাওয়াও দুষ্কর তাদের জন্য। তাই ওস্তাদজী পরামর্শ প্রদানের সঙ্গে সঙ্গে প্রস্তুতি গ্রহণের সর্বাত্মক সাহায্য করার অঙ্গিকার করছে।

সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাবেক এই সাধারণ সম্পাদক আরও বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমেরিকায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার করব। এরই ধারাবাহিকতায় প্রয়োজনীয় দক্ষতা যেমন- বিশ্ববিদ্যালয় খোঁজা, দরখাস্ত লেখা, এসওপি লেখাসহ অন্যান্য ডকুমেন্টেশন শেখাব। সেই লক্ষ্যে আরও অন্তত ৬০ জনকে পিটিই ও ১০০ জনকে ফ্রি আইইএলটিএস কোর্স দেওয়ার প্রস্তুতি রয়েছে। সেইসঙ্গে কর্মসংস্থানমূলক প্রশিক্ষণও দেবে ওস্তাদজী৷

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পিটিই কোর্স করার সুযোগ দিচ্ছে ওস্তাদজী.কম

Update Time : ০১:১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩

জাননাহ, ঢাবি প্রতিনিধি:

বিদেশে উচ্চশিক্ষার জন্য অপরিহার্য ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা পিটিই এর জন্য ৬০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ১২ হাজার ৫০০ টাকা মূল্যের কোর্সটি বিনামূল্যে করার সুযোগ দিচ্ছে ওস্তাদজী.কম।

আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এ কোর্স। শিক্ষার্থীদের জন্য ল্যাবে অনুশীলনের সুযোগও থাকবে ।

জানা গেছে, ৬৩২ জন ঢাবি শিক্ষার্থীদের মধ্য থেকে একটি অনলাইন সেশন ও সরাসরি ভাইভার মাধ্যমে ৬০ জনকে নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীদের ৪৫ জনকে অনলাইন ও ১৫ জনকে অফলাইনে সরাসরি প্রশিক্ষণ ল্যাবে পাঠদান করা হবে।

ওস্তাদজী.কমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুলিয়াস সিজার তালুকদার জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অনেকের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা রয়েছে। তবে প্রস্তুতি গ্রহণের জন্য যথাযথ সহযোগিতা অনেকেই পান না। আছে অর্থের সংকট, সঠিক পরামর্শদানের প্রতিষ্ঠান খুঁজে পাওয়াও দুষ্কর তাদের জন্য। তাই ওস্তাদজী পরামর্শ প্রদানের সঙ্গে সঙ্গে প্রস্তুতি গ্রহণের সর্বাত্মক সাহায্য করার অঙ্গিকার করছে।

সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাবেক এই সাধারণ সম্পাদক আরও বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমেরিকায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার করব। এরই ধারাবাহিকতায় প্রয়োজনীয় দক্ষতা যেমন- বিশ্ববিদ্যালয় খোঁজা, দরখাস্ত লেখা, এসওপি লেখাসহ অন্যান্য ডকুমেন্টেশন শেখাব। সেই লক্ষ্যে আরও অন্তত ৬০ জনকে পিটিই ও ১০০ জনকে ফ্রি আইইএলটিএস কোর্স দেওয়ার প্রস্তুতি রয়েছে। সেইসঙ্গে কর্মসংস্থানমূলক প্রশিক্ষণও দেবে ওস্তাদজী৷