ঢাবিতে উপাচার্যের বাসভবনে ঢুকে মোনাজাত করলেন প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক
- Update Time : ০৪:৩৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
- / 156
জাননাহ, ঢাবি প্রতিনিধি:
ঢাবিতে উপাচার্যের বাসভবনের ভিতর ঢুকে হঠাৎ-ই মোনাজাত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী। পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ এ মোনাজাত করেন তিনি।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার সময় মোনাজাত করার এ ঘটনা ঘটেছে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্টদের দাবি, মানসিক অস্থিরতার সমস্যায় ভুগছেন মো. বাহালুল হক চৌধুরী।
এ প্রসঙ্গে ঢাবির এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, সপ্তাহখানেক আগে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তার মৃত্যু হয়। কিন্তু সেখানে উপাচার্য, উপ-উপাচার্য স্যাররা জানাজার নামাজে অংশগ্রহণ করেনি। তারই প্রতিবাদে আল্লাহু আকবার স্লোগান দিয়ে ভিসির বাসভবনে ঢুকেন তারা। এরপর মোনাজাত ধরে বের হয়ে যান।
আরও এক কর্মকর্তা জানান, বাহালুল স্যার হঠাৎ আমাদের সবাইকে জরুরিভাবে ডেকে উপাচার্য স্যারের বাসভবনে নিয়ে যান। সেখানে কোনকিছু না বলে আকাশের দিকে হাত তুলে মোনাজাত ধরেন। আমরা কিছুই বুঝে উঠতে পারিনি।
মো. বাহালুল হক চৌধুরী মানসিকভাবে অস্থিরতায় ভুগছেন উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঐ কর্মকর্তা কী করবেন নিজেই বুঝে উঠতে পারছেন না।
তার পরিবারের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করলে তারাও এ বিষয়টি অবহিত করেছেন বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য।