কেন্দ্রীয় ব্যাংকের ইডিকে ‘পার্থিব আসক্তি অকল্যাণকর’ শুভেচ্ছা স্মারক প্রদান
- Update Time : ১০:৫৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / 305
বাংলাদেশ ব্যাংক, খুলনার নির্বাহী পরিচালক (ইডি) এস,এম হাসান রেজা-কে ‘কুরআন ও হাদিসে পার্থিব আসক্তি অকল্যাণকর’ বইটি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সোমবার শুভেচ্ছা স্মারক হিসেবে প্রদান করা হয়।
অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত মোঃ রিয়াজুল হকের তৃতীয় গ্রন্থ ‘কুরআন ও হাদিসে পার্থিব আসক্তি অকল্যাণকর’। বইটির প্রচ্ছদ করেছেন মোঃ জহিরুল হক। একুশে বইমেলায় টিএসসি গেট সংলগ্ন অন্বেষা প্রকাশনের প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।
নির্বাহী পরিচালক জনাব এস,এম হাসান রেজা বলেন, বইটি পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর লেখা হয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একই সাথে, লেখক অত্যন্ত সহজ বাংলা ভাষা ব্যবহার করেছেন। আশাকরি, পাঠকরা উপকৃত হবেন।
বইটি নিয়ে লেখক মোঃ রিয়াজুল হক বলেন, পৃথিবীর বিভিন্ন বিষয়াদি নিয়ে আমরা এত ব্যস্ত থাকি যে, আমরা ভুলেই যাই এই পৃথিবী থাকার জায়গা না। নানারকম ব্যস্ততায় আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাই। ইবাদতে গাফিলতি করি। অথচ মৃত্যুকালে পৃথিবীর কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নেই। বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
নির্বাহী পরিচালক মহোদয় লেখকের উত্তরোত্তর সফলতা কামনা করেন। উল্লেখ্য, মোঃ রিয়াজুল হকের জন্ম গোপালগঞ্জে এবং তিনি বাংলাদেশ ব্যাংকে, যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।