যবিপ্রবির ফিশারীজ ক্লাবের নেতৃত্বে মেহেদী ও মোমিনুল

  • Update Time : ০৬:৪৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 290

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারীজ এন্ড মেরিন বায়োসাইন্স (এফএমবি) বিভাগ ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ মোমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। উক্ত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

রবিবার (০৫ ফেব্রুয়ারী) বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের এফএমবি বিভাগের নিজ কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এফএমবি বিভাগের অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান এবং সহকারী অধ্যাপক মোঃ আল-মামুন ফরিদ।এসময় নির্বাচনে সকল বর্ষের শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ দেখা যায়।

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বী থাকায়, ভোটের মাধ্যমে ২য় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান ( শাওন) কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩য় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম সোহাগ , সাংগঠনিক সম্পাদক পদে ৩য় বর্ষের শিক্ষার্থী তন্ময় সরকার, প্রচার সম্পাদক পদে ২য় বর্ষের শিক্ষার্থী মিনহাজ। ক্লাবের কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী অনিক বসু , ৩য় বর্ষের শিক্ষার্থী লুবনা আক্তার , ২য় বর্ষের শিক্ষার্থী তনুশ্রী বিশ্বাস, ১ম বর্ষের শিক্ষার্থী মালিহা জেরিন।

ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী অগ্রাধিকার হিসেবে ফিশারীজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত মন্ডল ফিশারীজ ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। উপদেষ্টা হিসেবে বিভাগের সকল শিক্ষকবৃন্দ দায়িত্ব পালন করবেন।

ফিশারীজ ক্লাবের বিষয়ে জানতে চাইলে ক্লাবের সভাপতি ও বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত মন্ডল বলেন, ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক-সাংস্কৃতিক-বিনোদনমূলক কাজে নিজেদের যুক্ত করে সুস্থ মনের একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে পারবে। নিজেদের সুপ্ত প্রতিভা জাগিয়ে তুলবে। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিভাগের বিভিন্ন অনুষ্ঠান সফল করার জন্য ভূমিকা রাখবে। এফএমবি বিভাগের কাজগুলো আরও গতিশীল ও সাফল্যমন্ডীত করার জন্য সর্বাত্মক কাজ করবে এই ক্লাব। আশা করি সামনে থেকে প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বীতা করে শিক্ষার্থীরা ক্লাবের নির্বাচনকে আরও উৎসবমুখরে পরিণত করবে।

Tag :

Please Share This Post in Your Social Media


যবিপ্রবির ফিশারীজ ক্লাবের নেতৃত্বে মেহেদী ও মোমিনুল

Update Time : ০৬:৪৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারীজ এন্ড মেরিন বায়োসাইন্স (এফএমবি) বিভাগ ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ মোমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। উক্ত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

রবিবার (০৫ ফেব্রুয়ারী) বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের এফএমবি বিভাগের নিজ কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এফএমবি বিভাগের অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান এবং সহকারী অধ্যাপক মোঃ আল-মামুন ফরিদ।এসময় নির্বাচনে সকল বর্ষের শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ দেখা যায়।

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বী থাকায়, ভোটের মাধ্যমে ২য় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান ( শাওন) কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩য় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম সোহাগ , সাংগঠনিক সম্পাদক পদে ৩য় বর্ষের শিক্ষার্থী তন্ময় সরকার, প্রচার সম্পাদক পদে ২য় বর্ষের শিক্ষার্থী মিনহাজ। ক্লাবের কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী অনিক বসু , ৩য় বর্ষের শিক্ষার্থী লুবনা আক্তার , ২য় বর্ষের শিক্ষার্থী তনুশ্রী বিশ্বাস, ১ম বর্ষের শিক্ষার্থী মালিহা জেরিন।

ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী অগ্রাধিকার হিসেবে ফিশারীজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত মন্ডল ফিশারীজ ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। উপদেষ্টা হিসেবে বিভাগের সকল শিক্ষকবৃন্দ দায়িত্ব পালন করবেন।

ফিশারীজ ক্লাবের বিষয়ে জানতে চাইলে ক্লাবের সভাপতি ও বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত মন্ডল বলেন, ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক-সাংস্কৃতিক-বিনোদনমূলক কাজে নিজেদের যুক্ত করে সুস্থ মনের একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে পারবে। নিজেদের সুপ্ত প্রতিভা জাগিয়ে তুলবে। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিভাগের বিভিন্ন অনুষ্ঠান সফল করার জন্য ভূমিকা রাখবে। এফএমবি বিভাগের কাজগুলো আরও গতিশীল ও সাফল্যমন্ডীত করার জন্য সর্বাত্মক কাজ করবে এই ক্লাব। আশা করি সামনে থেকে প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বীতা করে শিক্ষার্থীরা ক্লাবের নির্বাচনকে আরও উৎসবমুখরে পরিণত করবে।